রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে রুপা আক্তার সামিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ইটেরপোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সামিয়া সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. সোহেলের মেয়ে। সে কামানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্র জানায়, সামিয়াকে নিয়ে তার মা আমেনা কামানখোলা এলাকায় বাবার বাড়িতে থাকেন। সামিয়ার বড় বোন স্বর্ণা আক্তার লামিয়া সেখান থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। সামিয়া ও তার মা তাকে এগিয়ে দেওয়ার জন্য অটোরিকশায় চেপে ইটেরপুল এলাকায় যাচ্ছিলেন। পৌঁছানোর আগমুহূর্তে সামিয়ার ওড়না অটোরিকশার মোটরের পাখার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে সামিয়ার গলায় ফাঁস লাগে। সামিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সামিয়ার বোন স্বর্ণা আক্তার লামিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে এগিয়ে দেওয়ার জন্য মা ও সামিয়া অটোরিকশাতে উঠে। কিন্তু পথেই অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে তার মৃত্যু হয়। আমার মা বারবার অচেতন হয়ে পড়ছে। হঠাৎ করে বোনের এমন মৃত্যু কীভাবে সহ্য করব আমরা।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ‘নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশাচালক মানিক হোসেনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে রুপা আক্তার সামিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ইটেরপোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সামিয়া সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. সোহেলের মেয়ে। সে কামানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্র জানায়, সামিয়াকে নিয়ে তার মা আমেনা কামানখোলা এলাকায় বাবার বাড়িতে থাকেন। সামিয়ার বড় বোন স্বর্ণা আক্তার লামিয়া সেখান থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। সামিয়া ও তার মা তাকে এগিয়ে দেওয়ার জন্য অটোরিকশায় চেপে ইটেরপুল এলাকায় যাচ্ছিলেন। পৌঁছানোর আগমুহূর্তে সামিয়ার ওড়না অটোরিকশার মোটরের পাখার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে সামিয়ার গলায় ফাঁস লাগে। সামিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সামিয়ার বোন স্বর্ণা আক্তার লামিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে এগিয়ে দেওয়ার জন্য মা ও সামিয়া অটোরিকশাতে উঠে। কিন্তু পথেই অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে তার মৃত্যু হয়। আমার মা বারবার অচেতন হয়ে পড়ছে। হঠাৎ করে বোনের এমন মৃত্যু কীভাবে সহ্য করব আমরা।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ‘নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশাচালক মানিক হোসেনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২১ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে