কুষ্টিয়া প্রতিনিধি

৭২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।
গত সোমবার ৩১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে ২৫ সেপ্টেম্বর কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে দুই সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা ও ত্যাগী নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠ থেকে কর্মসূচি শুরু হয়। সেখানে সমাবেশে পদবঞ্চিত নেতারা বিএনপির নবগঠিত কুতুব উদ্দিন ও জাকির সরকারের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তাঁরা।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সহসম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুরে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় বিএনপির পদবঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীরা ট্রাফিক আইল্যান্ডের ওপর অবস্থান নিলে সেখানে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শামিমুল হাসান অপু অভিযোগ করে বলেন, ‘কমিটিতে প্রকৃতপক্ষে ত্যাগী, পরীক্ষিত, জেল, জুলুম সহ্য করেছে—এমন নেতা-কর্মীদের রাখা হয়নি। অযোগ্য, আজ্ঞাবহ কুতুব-জাকির সরকারের পকেটের লোক যাঁদের কুষ্টিয়ার মাটিতে কোনো রাজনৈতিক অবস্থান নেই, তাঁদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এমন মানুষ রয়েছে যাদের ১৫ বছর কেউ রাজনীতির মাঠেই দেখেনি। যে কমিটিতে কুষ্টিয়ার গণমানুষের কোনো প্রতিফলন নেই, নেতা-কর্মীদের চাওয়া-পাওয়ার সঙ্গে অসংগতিপূর্ণ, সেই কমিটি বাতিল করে কুষ্টিয়ার ত্যাগী নেতা-কর্মী এবং গণমানুষের জন্য নতুন একটি কমিটি উপহার দেওয়ার জন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি নেতা-কর্মীর ত্যাগ রয়েছে। জুলুম-নির্যাতন সহ্য করেছে সবাই। আসলে আহ্বায়ক কমিটির লিমিট ৩১ সদস্যবিশিষ্ট। যদিও আমরা বলেছিলাম ৪১ সদস্য করার জন্য, তাতে আরও কয়েকজনকে যুক্ত করা যেত। তারপরও কেন্দ্রে কথা বলছি। ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের সময় যাঁদের ত্যাগ-তিতিক্ষা রয়েছে, বিচার-বিশ্লেষণ করে তাঁদের অবশ্যই কমিটিতে রাখা হবে।’

৭২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।
গত সোমবার ৩১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে ২৫ সেপ্টেম্বর কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে দুই সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা ও ত্যাগী নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠ থেকে কর্মসূচি শুরু হয়। সেখানে সমাবেশে পদবঞ্চিত নেতারা বিএনপির নবগঠিত কুতুব উদ্দিন ও জাকির সরকারের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তাঁরা।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সহসম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুরে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় বিএনপির পদবঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীরা ট্রাফিক আইল্যান্ডের ওপর অবস্থান নিলে সেখানে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শামিমুল হাসান অপু অভিযোগ করে বলেন, ‘কমিটিতে প্রকৃতপক্ষে ত্যাগী, পরীক্ষিত, জেল, জুলুম সহ্য করেছে—এমন নেতা-কর্মীদের রাখা হয়নি। অযোগ্য, আজ্ঞাবহ কুতুব-জাকির সরকারের পকেটের লোক যাঁদের কুষ্টিয়ার মাটিতে কোনো রাজনৈতিক অবস্থান নেই, তাঁদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এমন মানুষ রয়েছে যাদের ১৫ বছর কেউ রাজনীতির মাঠেই দেখেনি। যে কমিটিতে কুষ্টিয়ার গণমানুষের কোনো প্রতিফলন নেই, নেতা-কর্মীদের চাওয়া-পাওয়ার সঙ্গে অসংগতিপূর্ণ, সেই কমিটি বাতিল করে কুষ্টিয়ার ত্যাগী নেতা-কর্মী এবং গণমানুষের জন্য নতুন একটি কমিটি উপহার দেওয়ার জন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি নেতা-কর্মীর ত্যাগ রয়েছে। জুলুম-নির্যাতন সহ্য করেছে সবাই। আসলে আহ্বায়ক কমিটির লিমিট ৩১ সদস্যবিশিষ্ট। যদিও আমরা বলেছিলাম ৪১ সদস্য করার জন্য, তাতে আরও কয়েকজনকে যুক্ত করা যেত। তারপরও কেন্দ্রে কথা বলছি। ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের সময় যাঁদের ত্যাগ-তিতিক্ষা রয়েছে, বিচার-বিশ্লেষণ করে তাঁদের অবশ্যই কমিটিতে রাখা হবে।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে