নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাঁকা গুলি ছুড়ে, কিরিচ ও ধারালো অস্ত্র নিয়ে মিছিল করে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় দোকান ভাঙচুরের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ও গতকাল রোববার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি খেলনার পিস্তল ও ১০টি কিরিচ জব্দ করা হয়।
নগরীর বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন-সাব্বির হোসেন শাওন (২১), মো. ইমরান (২৭), মো. নজরুল (২৬), ইসমাইল উদ্দিন আকাশ (২৫), মো. হাসান (২৬), মো. সজিব (২৩), ইয়াসিন রায়হান হৃদয় (২৪), মো. রমজান (২২), মো. শাকিল হোসেন ওরফে রনি (২৪), মো. হাবিব (৩৯), মো. রাসেল (২২), ইমরান হোসেন (৩০), মো. ইমন (২২), আরিফুল ইসলাম (৩০), মো. মানিক (৩৫), মো. সুমন (২৯) ও মনির হোসেন (২৪)।
এর আগে গত শুক্রবার (১২ জানুয়ারি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর বায়েজিদ এলাকায় পিস্তল, কিরিচ, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে ৪০ / ৫০ জন যুবক মিছিল নিয়ে আমিন কলোনিতে দোকান ভাঙচুর, লুটপাট ও স্থানীয়দের লক্ষ্য করে ইট–পাটকেল ছোড়ে। এই সময় আবদুল্লা আল মাহমুদ নামে এক দোকানিকে কুপিয়ে জখম করা হয়। পরে এ ঘটনার একটি ভিডিও ফুটেজে পিস্তল দিয়ে একজনকে ওই সময় ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়।
ওসি সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় পরদিন শনিবার (১৩ জানুয়ারি) থানায় একটি মামলা করা হয়। অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ওসি আরও বলেন, ‘অভিযুক্তরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর সদস্য। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে গ্রেপ্তারদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরকসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।’

ফাঁকা গুলি ছুড়ে, কিরিচ ও ধারালো অস্ত্র নিয়ে মিছিল করে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় দোকান ভাঙচুরের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ও গতকাল রোববার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি খেলনার পিস্তল ও ১০টি কিরিচ জব্দ করা হয়।
নগরীর বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন-সাব্বির হোসেন শাওন (২১), মো. ইমরান (২৭), মো. নজরুল (২৬), ইসমাইল উদ্দিন আকাশ (২৫), মো. হাসান (২৬), মো. সজিব (২৩), ইয়াসিন রায়হান হৃদয় (২৪), মো. রমজান (২২), মো. শাকিল হোসেন ওরফে রনি (২৪), মো. হাবিব (৩৯), মো. রাসেল (২২), ইমরান হোসেন (৩০), মো. ইমন (২২), আরিফুল ইসলাম (৩০), মো. মানিক (৩৫), মো. সুমন (২৯) ও মনির হোসেন (২৪)।
এর আগে গত শুক্রবার (১২ জানুয়ারি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর বায়েজিদ এলাকায় পিস্তল, কিরিচ, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে ৪০ / ৫০ জন যুবক মিছিল নিয়ে আমিন কলোনিতে দোকান ভাঙচুর, লুটপাট ও স্থানীয়দের লক্ষ্য করে ইট–পাটকেল ছোড়ে। এই সময় আবদুল্লা আল মাহমুদ নামে এক দোকানিকে কুপিয়ে জখম করা হয়। পরে এ ঘটনার একটি ভিডিও ফুটেজে পিস্তল দিয়ে একজনকে ওই সময় ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়।
ওসি সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় পরদিন শনিবার (১৩ জানুয়ারি) থানায় একটি মামলা করা হয়। অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ওসি আরও বলেন, ‘অভিযুক্তরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর সদস্য। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে গ্রেপ্তারদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরকসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।’

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৩ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪১ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে