নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জারুলিয়াছড়ি পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোহাম্মদ তৈয়ব (৩৫)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের ছাবের আহসদের ছেলে।
স্থানীয় আবদুর রশিদ ও জুহাইর আলম বলেন, তৈয়ব মিয়ানমার সীমান্তের ওপারে গিয়েছিলেন। ওপারের বেনডুলা বাজার থেকে গরুসহ বিভিন্ন দ্রব্য নিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ১১ বিজিবির জারুলিয়া ছড়ি বিওপির ৪৬-৪৭ সীমান্ত পিলারের শূন্যরেখা এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রেখেছে। তারই একটি বিস্ফোরিত হয়ে আহত হন তৈয়ব। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেন।
স্থানীয় সূত্র বলেছে, নাইক্ষ্যংছড়িতে সীমান্তের ওই পয়েন্ট চোরাকারবারিরা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। পয়েন্টের ৭ কিলোমিটার ব্যবধানে মিয়ানমার অংশে দুটি বাংলাদেশি পণ্যের হাট রয়েছে। একটি বেনডোলা, অপরটি নিকুছড়ি। এ দুটি বাজারের জন্য দুটি পথ খোলা রেখে বাকি এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রাখে। অপর বিদ্রোহী গোষ্ঠী আরএসও স্থলমাইন পুঁতে রাখে প্রতিপক্ষকে ঘায়েল করতে। তৈয়বসহ এ পর্যন্ত সাত বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়েছেন। অভিযোগ রয়েছে, তাঁরা আরাকান আর্মিকে চাঁদা না দিয়ে তাদের চোখ ফাঁকি দিয়ে আসার পথে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয় বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জারুলিয়াছড়ি পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোহাম্মদ তৈয়ব (৩৫)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের ছাবের আহসদের ছেলে।
স্থানীয় আবদুর রশিদ ও জুহাইর আলম বলেন, তৈয়ব মিয়ানমার সীমান্তের ওপারে গিয়েছিলেন। ওপারের বেনডুলা বাজার থেকে গরুসহ বিভিন্ন দ্রব্য নিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ১১ বিজিবির জারুলিয়া ছড়ি বিওপির ৪৬-৪৭ সীমান্ত পিলারের শূন্যরেখা এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রেখেছে। তারই একটি বিস্ফোরিত হয়ে আহত হন তৈয়ব। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেন।
স্থানীয় সূত্র বলেছে, নাইক্ষ্যংছড়িতে সীমান্তের ওই পয়েন্ট চোরাকারবারিরা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। পয়েন্টের ৭ কিলোমিটার ব্যবধানে মিয়ানমার অংশে দুটি বাংলাদেশি পণ্যের হাট রয়েছে। একটি বেনডোলা, অপরটি নিকুছড়ি। এ দুটি বাজারের জন্য দুটি পথ খোলা রেখে বাকি এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রাখে। অপর বিদ্রোহী গোষ্ঠী আরএসও স্থলমাইন পুঁতে রাখে প্রতিপক্ষকে ঘায়েল করতে। তৈয়বসহ এ পর্যন্ত সাত বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়েছেন। অভিযোগ রয়েছে, তাঁরা আরাকান আর্মিকে চাঁদা না দিয়ে তাদের চোখ ফাঁকি দিয়ে আসার পথে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয় বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে