নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানে ২০০ পুলিশ, ৩০ র্যাব সদস্য, ২০০ শ্রমিকসহ বিপুলসংখ্যক চসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা অংশ নেয়।
এদিকে অভিযানের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতার পর থেকে ফুটপাতে ব্যবসা করে আসছি। আজ ৫-৬ হাজার হকারের রুটি–রুজিতে আঘাত এসেছে। পুনর্বাসনের দাবি আমাদের পক্ষ থেকে সব সময় ছিল। তা না করে এ ধরনের উচ্ছেদ আমাদের বেকার করে দিয়েছে।’
এ বিষয়ে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ‘সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছে। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল না হয়।’ একই সঙ্গে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথাও জানান এ ম্যাজিস্ট্রেট।
চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, ‘পথচারীদের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের উচ্ছেদ অভিযান।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানে ২০০ পুলিশ, ৩০ র্যাব সদস্য, ২০০ শ্রমিকসহ বিপুলসংখ্যক চসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা অংশ নেয়।
এদিকে অভিযানের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতার পর থেকে ফুটপাতে ব্যবসা করে আসছি। আজ ৫-৬ হাজার হকারের রুটি–রুজিতে আঘাত এসেছে। পুনর্বাসনের দাবি আমাদের পক্ষ থেকে সব সময় ছিল। তা না করে এ ধরনের উচ্ছেদ আমাদের বেকার করে দিয়েছে।’
এ বিষয়ে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ‘সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছে। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল না হয়।’ একই সঙ্গে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথাও জানান এ ম্যাজিস্ট্রেট।
চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, ‘পথচারীদের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের উচ্ছেদ অভিযান।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে