মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ২৫ টিরও বেশি দোকান। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারের প্রজেক্ট রোডের ইদ্রিস বলি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার সাধারণ মানুষ এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ওই মার্কেটের বিমল বৌদ্ধর বিমল টিম্বার অ্যান্ড ফার্নিচার, জামশেদ আলমের মা ফার্নিচার শোরুম, মঞ্জুর সাউন্ড সিস্টেম, সরওয়ারের নকশার দোকান, বাবলুর ফার্নিচারের দোকান, বিকাশ চক্রবর্তীর বানুভুষণ ফার্মেসি, নুর আলমের কুলিং কর্নার, গফুর সওদাগরের কুলিং কর্নার, চন্দ্র বেদনাথের বৈশাখী টেইলার্স, মনির আহম্মদের সাব্বির গ্যাস অ্যান্ড এসএস, আবুল কাশেমের কাঠের দোকান, নুর হোসেনের কাঠের দোকান, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর অফিস, বাবুর নকশা ঘর, কালুর সবিতা মেটাল, দেবু দেবনাথের ডিমের আড়ত, নাজিমের মোটরসাইকেল গ্যারেজসহ প্রায় ২৫টি দোকান পুড়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত মা ফার্নিচারের মালিক জামশেদ আলম বলেন, ‘সবিতা মেটালের ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে চড়িয়ে পড়ে একে ২৫টি দোকান পুড়ে যায়। এতে আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
আরেক ব্যবসায়ী মো. মঞ্জু বলেন, ‘এনজিও থেকে আট লাখ টাকার ঋণ নিয়ে সাউন্ড সিস্টেমের বিভিন্ন যন্ত্রপাতি নিয়েছিলাম। আগুন এখন আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। কি করে ঋণের টাকা দেব কিছুই বুঝতে পারছি না।’
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ছাত্রলীগ নেতা কর্মী ও স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। সময় মতো যদি ঘটনাস্থলে ফায়ার সার্ভিস না আসত তাহলে পুরো জোরারগঞ্জ বাজার পুড়ে ছাই হয়ে যেতো।’
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের তিনটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।’

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ২৫ টিরও বেশি দোকান। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারের প্রজেক্ট রোডের ইদ্রিস বলি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার সাধারণ মানুষ এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ওই মার্কেটের বিমল বৌদ্ধর বিমল টিম্বার অ্যান্ড ফার্নিচার, জামশেদ আলমের মা ফার্নিচার শোরুম, মঞ্জুর সাউন্ড সিস্টেম, সরওয়ারের নকশার দোকান, বাবলুর ফার্নিচারের দোকান, বিকাশ চক্রবর্তীর বানুভুষণ ফার্মেসি, নুর আলমের কুলিং কর্নার, গফুর সওদাগরের কুলিং কর্নার, চন্দ্র বেদনাথের বৈশাখী টেইলার্স, মনির আহম্মদের সাব্বির গ্যাস অ্যান্ড এসএস, আবুল কাশেমের কাঠের দোকান, নুর হোসেনের কাঠের দোকান, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর অফিস, বাবুর নকশা ঘর, কালুর সবিতা মেটাল, দেবু দেবনাথের ডিমের আড়ত, নাজিমের মোটরসাইকেল গ্যারেজসহ প্রায় ২৫টি দোকান পুড়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত মা ফার্নিচারের মালিক জামশেদ আলম বলেন, ‘সবিতা মেটালের ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে চড়িয়ে পড়ে একে ২৫টি দোকান পুড়ে যায়। এতে আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
আরেক ব্যবসায়ী মো. মঞ্জু বলেন, ‘এনজিও থেকে আট লাখ টাকার ঋণ নিয়ে সাউন্ড সিস্টেমের বিভিন্ন যন্ত্রপাতি নিয়েছিলাম। আগুন এখন আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। কি করে ঋণের টাকা দেব কিছুই বুঝতে পারছি না।’
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ছাত্রলীগ নেতা কর্মী ও স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। সময় মতো যদি ঘটনাস্থলে ফায়ার সার্ভিস না আসত তাহলে পুরো জোরারগঞ্জ বাজার পুড়ে ছাই হয়ে যেতো।’
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের তিনটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।’

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
৯ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে