নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি করিয়ে দেবে বলে চট্টগ্রামে এক শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে জাবেদ হোসেন চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২১ জুন) রাজধানীর ফকিরাপুল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি কখনো নিজেকে বিমানবাহিনীর কর্মকর্তা, কখনো কাস্টমস, আবার কখনো পোশাক কারখানার মালিক পরিচয়ে ওই নারী অভিভাবকসহ বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
গ্রেপ্তার জাবেদ হোসেন চৌধুরী ফেনী জেলার দাগনভূঞা থানার রামনগর এলাকার জাহিদ চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গত ২৮ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই প্রতারকের সঙ্গে ভিকটিম নারীর পরিচয় হয়। এ সময় প্রতারক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে জানিয়ে সেখানে তাঁর অনেক শুভাকাঙ্ক্ষী শিক্ষকের সঙ্গে পরিচয় রয়েছে বলে জানান।
এ সময় ভুক্তভোগী ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে পারবেন বলে জানান প্রতারক জাবেদ। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই নারীর কাছ থেকে নগদ ১ লাখ ৬২ হাজার টাকা আত্মসাৎ করেন।
একই সময় সনাতনী স্বর্ণালংকার পরিবর্তন করে তাঁর কাছে থাকা ২২/২৪ ক্যারেটের স্বর্ণ দেওয়ার কথা জানিয়ে ওই নারীর কাছ থেকে ১২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনায় গত শুক্রবার (২০ জুন) ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ওসি জানান, পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেখানো মতে, চট্টগ্রামে হাজারী গলিতে শাহ আমানত জুয়েলার্স নামে একটি দোকান থেকে ৮ ভরি ওজনের গলিত একটি স্বর্ণের বার জব্দ করা হয়। ওই নারীর স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার পর এই দোকানে স্বর্ণালংকার বিক্রি করেছিলেন প্রতারক। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ আগেও একাধিক প্রতারণার সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন পুলিশকে।
ওসি আরও জানান, বিদেশ পাঠানোর কথা বলে পাসপোর্ট তৈরি ও অল্প দামে কাস্টমসের গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ রয়েছে জাবেদের বিরুদ্ধে। নগরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি করিয়ে দেবে বলে চট্টগ্রামে এক শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে জাবেদ হোসেন চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২১ জুন) রাজধানীর ফকিরাপুল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি কখনো নিজেকে বিমানবাহিনীর কর্মকর্তা, কখনো কাস্টমস, আবার কখনো পোশাক কারখানার মালিক পরিচয়ে ওই নারী অভিভাবকসহ বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
গ্রেপ্তার জাবেদ হোসেন চৌধুরী ফেনী জেলার দাগনভূঞা থানার রামনগর এলাকার জাহিদ চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গত ২৮ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই প্রতারকের সঙ্গে ভিকটিম নারীর পরিচয় হয়। এ সময় প্রতারক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে জানিয়ে সেখানে তাঁর অনেক শুভাকাঙ্ক্ষী শিক্ষকের সঙ্গে পরিচয় রয়েছে বলে জানান।
এ সময় ভুক্তভোগী ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে পারবেন বলে জানান প্রতারক জাবেদ। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই নারীর কাছ থেকে নগদ ১ লাখ ৬২ হাজার টাকা আত্মসাৎ করেন।
একই সময় সনাতনী স্বর্ণালংকার পরিবর্তন করে তাঁর কাছে থাকা ২২/২৪ ক্যারেটের স্বর্ণ দেওয়ার কথা জানিয়ে ওই নারীর কাছ থেকে ১২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনায় গত শুক্রবার (২০ জুন) ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ওসি জানান, পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেখানো মতে, চট্টগ্রামে হাজারী গলিতে শাহ আমানত জুয়েলার্স নামে একটি দোকান থেকে ৮ ভরি ওজনের গলিত একটি স্বর্ণের বার জব্দ করা হয়। ওই নারীর স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার পর এই দোকানে স্বর্ণালংকার বিক্রি করেছিলেন প্রতারক। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ আগেও একাধিক প্রতারণার সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন পুলিশকে।
ওসি আরও জানান, বিদেশ পাঠানোর কথা বলে পাসপোর্ট তৈরি ও অল্প দামে কাস্টমসের গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ রয়েছে জাবেদের বিরুদ্ধে। নগরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে