Ajker Patrika

থানচিতে ৫ একর জমিতে পপি চাষ, ধ্বংস করল বিজিবি

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৮: ৩৪
থানচিতে ৫ একর জমিতে পপি চাষ, ধ্বংস করল বিজিবি

বান্দরবানে থানচিতে গভীর বনে ৫একর জমিতে চাষ হওয়া পপি ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় এই পপি খেত ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ৩৮ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে ১৫ জনের একটি দল তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যান। এসময় পপি চাষ হচ্ছে এমন ৫ একর পাহাড়ী জমির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতের পপিখেত ধ্বংস করা হয়। 

অভিযান শেষে সাংবাদিকদের বিজিবি বলিপাড়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, ৫ একর জমিতে চাষ হওয়া পপি প্রক্রিয়াজাত করলে আনুমানিক ২৫০ কেজি আফিম উৎপাদিত হতো। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। এ সব পপি ধ্বংস করা হয়েছে। এ ছাড়া উপজেলার গহীন অরন্যে আরও কোনো পপি খেত আছে কি না সে ব্যাপারে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত