চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশি কিছু পণ্যের রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে সোনামসজিদ স্থলবন্দরে। গত রোববার এই বন্দর দিয়ে রপ্তানির জন্য যাওয়া গার্মেন্টস পণ্যের দুটি ট্রাক ভারত থেকে ফেরত পাঠানো হয়েছে। তবে গতকাল সোমবার চারটি ট্রাকে পাটজাত পণ্য রপ্তানি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সোনামসজিদ স্থলবন্দরে রপ্তানির তুলনায় আমদানিই বেশি হয়। তবে ভারতীয় পণ্য আমদানিতে এখনো কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভারতের নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত দেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ভারতের বিশাল বাজারে বাংলাদেশি তৈরি পোশাক খাত বড় ধরনের ধাক্কা খাবে। ডলারের সংকট, ডলারের মূল্যবৃদ্ধি ও বাণিজ্য ঘাটতির মধ্যেই এমন নিষেধাজ্ঞা দ্বিপক্ষীয় বাণিজ্যে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন তাঁরা। এ অবস্থায় কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন আমদানি-রপ্তানিকারকেরা।
সোনামসজিদ স্থল কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ছয় মাসে এই বন্দর দিয়ে প্রায় ৪ হাজার মেট্রিক টন তৈরি পোশাক ভারতে রপ্তানি হয়েছে, যার মোট রপ্তানি মূল্য ছিল ৫৬ লাখ ৩ হাজার ৩৯১ মার্কিন ডলার। এসব পোশাকের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, সোয়েটার, শার্ট ও টি-শার্ট।
সোনামসজিদ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম বলেন, ‘প্রতিদিন এই বন্দর দিয়ে ১০ থেকে ১৫টি ট্রাকে পাটজাত পণ্য, প্রাণ কোম্পানির বিভিন্ন খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, কাঠের আসবাবপত্র এবং তৈরি পোশাক রপ্তানি হয়ে থাকে।’
তিনি বলেন, ‘বাংলাদেশি কিছু পণ্যের রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো অফিশিয়াল চিঠি এখনো তাঁরা পাননি। এ ছাড়া সোমবার দুপুর পর্যন্ত নতুন করে কোনো রপ্তানি পণ্যের গাড়ি বন্দরে আটকে নেই বা পৌঁছায়নি।’

বাংলাদেশি কিছু পণ্যের রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে সোনামসজিদ স্থলবন্দরে। গত রোববার এই বন্দর দিয়ে রপ্তানির জন্য যাওয়া গার্মেন্টস পণ্যের দুটি ট্রাক ভারত থেকে ফেরত পাঠানো হয়েছে। তবে গতকাল সোমবার চারটি ট্রাকে পাটজাত পণ্য রপ্তানি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সোনামসজিদ স্থলবন্দরে রপ্তানির তুলনায় আমদানিই বেশি হয়। তবে ভারতীয় পণ্য আমদানিতে এখনো কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভারতের নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত দেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ভারতের বিশাল বাজারে বাংলাদেশি তৈরি পোশাক খাত বড় ধরনের ধাক্কা খাবে। ডলারের সংকট, ডলারের মূল্যবৃদ্ধি ও বাণিজ্য ঘাটতির মধ্যেই এমন নিষেধাজ্ঞা দ্বিপক্ষীয় বাণিজ্যে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন তাঁরা। এ অবস্থায় কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন আমদানি-রপ্তানিকারকেরা।
সোনামসজিদ স্থল কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ছয় মাসে এই বন্দর দিয়ে প্রায় ৪ হাজার মেট্রিক টন তৈরি পোশাক ভারতে রপ্তানি হয়েছে, যার মোট রপ্তানি মূল্য ছিল ৫৬ লাখ ৩ হাজার ৩৯১ মার্কিন ডলার। এসব পোশাকের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, সোয়েটার, শার্ট ও টি-শার্ট।
সোনামসজিদ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম বলেন, ‘প্রতিদিন এই বন্দর দিয়ে ১০ থেকে ১৫টি ট্রাকে পাটজাত পণ্য, প্রাণ কোম্পানির বিভিন্ন খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, কাঠের আসবাবপত্র এবং তৈরি পোশাক রপ্তানি হয়ে থাকে।’
তিনি বলেন, ‘বাংলাদেশি কিছু পণ্যের রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো অফিশিয়াল চিঠি এখনো তাঁরা পাননি। এ ছাড়া সোমবার দুপুর পর্যন্ত নতুন করে কোনো রপ্তানি পণ্যের গাড়ি বন্দরে আটকে নেই বা পৌঁছায়নি।’

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
৩৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৪১ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে