চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমান বলেছেন, বাংলাদেশে যদি কোনো সংকট হয়ে থাকে তা হচ্ছে শিক্ষায়। যে শিক্ষা ভালোবাসা ও মনুষ্যত্বের শিক্ষা দেয়, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা।
আতিউর রহমান আরও বলেন, ‘শ্রেণিকক্ষের বাইরে যে একটি বড় শিক্ষাকেন্দ্র রয়েছে, সেই জায়গাটাতে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে পারিনি। সেটা আমাদের ব্যর্থতা। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রবীন্দ্রনাথের গান ছাড়াও যে সামাজিক ও মানবিক ভাবনাগুলো ছিল, সেই সব ভাবনারও চর্চা করতে হবে।’
গতকাল শুক্রবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুলজয়ন্তী ও ৪২তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে সংগীত প্রতিযোগিতায় জাতীয় ও জেলা পর্যায়ে মানপ্রাপ্ত শিল্পীদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, ‘চাঁদপুর ঐতিহ্যের অংশ। শিল্প-সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুদ্ধ সংস্কৃতির চর্চা হয়। শুদ্ধ সংস্কৃতির চর্চা হওয়ার কারণেই তাঁরা (জেলার বিশিষ্ট মানুষ) বিভিন্ন জায়গায় মান পান। একসময় শহরে হাঁটলে কোনো না কোনো ঘর থেকে হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যেত। চাঁদপুর সেই ঐতিহ্য ধরে রেখেছে।’
বাংলাদেশে যদি কোনো সংকট হয়ে থাকে, তা শিক্ষায় রয়েছে বলে উল্লেখ করেছেন আতিউর রহমান। তিনি বলেন, ‘যে শিক্ষা ভালোবাসা ও মনুষ্যত্বের শিক্ষা দেয়, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের চাঁদপুর শাখার সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি বুলবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, রবীন্দ্র ভক্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমান বলেছেন, বাংলাদেশে যদি কোনো সংকট হয়ে থাকে তা হচ্ছে শিক্ষায়। যে শিক্ষা ভালোবাসা ও মনুষ্যত্বের শিক্ষা দেয়, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা।
আতিউর রহমান আরও বলেন, ‘শ্রেণিকক্ষের বাইরে যে একটি বড় শিক্ষাকেন্দ্র রয়েছে, সেই জায়গাটাতে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে পারিনি। সেটা আমাদের ব্যর্থতা। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রবীন্দ্রনাথের গান ছাড়াও যে সামাজিক ও মানবিক ভাবনাগুলো ছিল, সেই সব ভাবনারও চর্চা করতে হবে।’
গতকাল শুক্রবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুলজয়ন্তী ও ৪২তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে সংগীত প্রতিযোগিতায় জাতীয় ও জেলা পর্যায়ে মানপ্রাপ্ত শিল্পীদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, ‘চাঁদপুর ঐতিহ্যের অংশ। শিল্প-সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুদ্ধ সংস্কৃতির চর্চা হয়। শুদ্ধ সংস্কৃতির চর্চা হওয়ার কারণেই তাঁরা (জেলার বিশিষ্ট মানুষ) বিভিন্ন জায়গায় মান পান। একসময় শহরে হাঁটলে কোনো না কোনো ঘর থেকে হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যেত। চাঁদপুর সেই ঐতিহ্য ধরে রেখেছে।’
বাংলাদেশে যদি কোনো সংকট হয়ে থাকে, তা শিক্ষায় রয়েছে বলে উল্লেখ করেছেন আতিউর রহমান। তিনি বলেন, ‘যে শিক্ষা ভালোবাসা ও মনুষ্যত্বের শিক্ষা দেয়, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের চাঁদপুর শাখার সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি বুলবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, রবীন্দ্র ভক্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে