চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে সাহরির সময় খাবার গরম করতে লাইনের গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে শহরের কোড়ালিয়ায় সাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
দগ্ধরা হলেন—আব্দুর রহমান সরদার (৭০), তাঁর স্ত্রী শানু বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন (৪০), তাঁর স্ত্রী খাদিজা বেগম (৩২), মেজ ছেলের স্ত্রী নিপা (২৬) ও ছোট ছেলে মহিন (১৫)। তাঁদের মধ্যে ইমাম হোসেন ও নিপা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের ঢাকায় রেফার করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ইমাম হোসেন জানান, তিনি শহরের বড় স্টেশন মাছঘাটে মাছের ব্যবসা করেন। দগ্ধরা তাঁর পরিবারের সদস্য।
দগ্ধ আব্দুর রহমান সরদারের ভাগনে মাহমুদ বলেন, ভোরে সাহরি খাওয়ার জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে বিস্ফোরণ হয়। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দুজনের ২০ ভাগ পুড়েছে। দগ্ধ কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
হাসপাতালের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রফিকুল হাসান ফয়সাল বলেন, দগ্ধ রোগীদের হাসপাতালে আনার পর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। বাকি দুজন হাসপাতালের ওয়ান স্টাফ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন।

চাঁদপুরে সাহরির সময় খাবার গরম করতে লাইনের গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে শহরের কোড়ালিয়ায় সাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
দগ্ধরা হলেন—আব্দুর রহমান সরদার (৭০), তাঁর স্ত্রী শানু বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন (৪০), তাঁর স্ত্রী খাদিজা বেগম (৩২), মেজ ছেলের স্ত্রী নিপা (২৬) ও ছোট ছেলে মহিন (১৫)। তাঁদের মধ্যে ইমাম হোসেন ও নিপা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের ঢাকায় রেফার করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ইমাম হোসেন জানান, তিনি শহরের বড় স্টেশন মাছঘাটে মাছের ব্যবসা করেন। দগ্ধরা তাঁর পরিবারের সদস্য।
দগ্ধ আব্দুর রহমান সরদারের ভাগনে মাহমুদ বলেন, ভোরে সাহরি খাওয়ার জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে বিস্ফোরণ হয়। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দুজনের ২০ ভাগ পুড়েছে। দগ্ধ কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
হাসপাতালের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রফিকুল হাসান ফয়সাল বলেন, দগ্ধ রোগীদের হাসপাতালে আনার পর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। বাকি দুজন হাসপাতালের ওয়ান স্টাফ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) এ শোকজ করেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ।
২ মিনিট আগে
ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৫ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে