চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে মো. জলিল (১৫) নামে এক জেলে মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এ ছাড়া মো. ফারুক (২০) নামে এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন।
আজ সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে এক জেলেকে মৃত ও একজনকে জীবিত উদ্ধার করেছে সদরের হরিণা নৌপুলিশ।
এর আগে রোববার দিবাগত রাতে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকার মেঘনা নদীতে জেলে মাছ ধরা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃত ও আহত জেলেদের বাড়ি চাঁদপুর সদরের ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঈদগাহ বাজারে। জলিল ওই এলাকার জয়নাল মোল্লার ছেলে এবং ফারুক একই এলাকার গফুর বেপারীর ছেলে। এ ঘটনায় নিখোঁজরা হলেন, ওই এলাকার মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ (১৭) ও নুরুজ্জামান শেখের ছেলে মোক্তার (১৮)।
হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কাশেম খান বলেন, ‘আমি খবরটি থানা ও নৌ পুলিশকে জানিয়েছি। এই ধরনের ঘটনায় আমি নিজেও খুবই মর্মাহত এবং শোকাহত। লঞ্চের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানতে পেরেছি।’
চাঁদপুর সদরের হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা খবর পেয়ে জলিলের মরদেহ এবং ফারুককে জীবিত উদ্ধার করেছি। বর্তমানে রিয়াদ ও মোক্তার নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।’

চাঁদপুরে মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে মো. জলিল (১৫) নামে এক জেলে মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এ ছাড়া মো. ফারুক (২০) নামে এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন।
আজ সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে এক জেলেকে মৃত ও একজনকে জীবিত উদ্ধার করেছে সদরের হরিণা নৌপুলিশ।
এর আগে রোববার দিবাগত রাতে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকার মেঘনা নদীতে জেলে মাছ ধরা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃত ও আহত জেলেদের বাড়ি চাঁদপুর সদরের ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঈদগাহ বাজারে। জলিল ওই এলাকার জয়নাল মোল্লার ছেলে এবং ফারুক একই এলাকার গফুর বেপারীর ছেলে। এ ঘটনায় নিখোঁজরা হলেন, ওই এলাকার মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ (১৭) ও নুরুজ্জামান শেখের ছেলে মোক্তার (১৮)।
হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কাশেম খান বলেন, ‘আমি খবরটি থানা ও নৌ পুলিশকে জানিয়েছি। এই ধরনের ঘটনায় আমি নিজেও খুবই মর্মাহত এবং শোকাহত। লঞ্চের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানতে পেরেছি।’
চাঁদপুর সদরের হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা খবর পেয়ে জলিলের মরদেহ এবং ফারুককে জীবিত উদ্ধার করেছি। বর্তমানে রিয়াদ ও মোক্তার নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।’

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে