প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে আদর্শ বনলতা নার্সারি দিয়ে মাত্র ৮ মাসে প্রায় অর্ধকোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন ইসহাক পাটওয়ারী। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করেন তিনি। বর্তমানে তাঁর নার্সারিতে কাজ করছে ৫ জন শ্রমিক।
সরেজমিনে নার্সারিতে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জের ধেররা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় দেড় একর জায়গা নিয়ে গড়ে উঠেছে আদর্শ বনলতা নার্সারি। নার্সারিতে ৫ জন শ্রমিক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা পরিচর্যা করছেন। নার্সারির এক কর্নারে কাজ করছেন ইসহাক পাটওয়ারী।
নার্সারি নিয়ে ইসহাক পাটওয়ারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, চলতি বছরের শুরুতে প্রায় দেড় একর জায়গা এবং বছরে ১ লাখ টাকা ভাড়া নিয়ে নার্সারি শুরু করি। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করতে সক্ষম হয়েছি।
বর্তমানে এ নার্সারিতে প্রায় ২০০ জাতের দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এগুলোর মধ্যে ৩০ জাতের দেশি-বিদেশি আমের চারা রয়েছে। এ ছাড়া চায়না-৩ লিচু, বেদানা লিচু, মুম্বাই লিচু, জাম, ভিয়েতনামের কাঁঠাল, পেয়ারা, সাতকরা, থাই পেয়ারা, লটকন, আমলকী, কতবেল, পেঁপে, সফেদা, ভিয়েতনামের নারিকেল, জামরুল, থাই মিষ্টি তেঁতুল, ডালিম, আপেল, সাদা আপেল, কমলা, নাশপাতি, বেল, চালতা, আমড়া, ড্রাগন ফল, করমচা, চায়না কমলা, কাশ্মীরি কুল, বাউকুলসহ প্রায় শতাধিক ফলের চারা রয়েছে। এ ছাড়া বর্তমানে এ নার্সারিতে ১৫ হাজার নারিকেল, ২৫ হাজার সুপারি এবং বাকি জায়গায় বিভিন্ন বনজ, ফলদ, ঔষধি ও ফুলের চারা রয়েছে।
ফুলের মধ্যে থাই গোলাপ, রজনীগন্ধা, চায়না টগর, হাসনাহেনা, বকুল, কৃষ্ণচূড়া, বেলি, গন্ধরাজ, জবা, ক্রিসমাস ট্রি, পাতাবাহার, ঝাউ গাছসহ প্রায় শতাধিক প্রজাতির চারা রয়েছে। ফুলের চারা ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ।
ইসহাক পাটওয়ারী আরও বলেন, মূলত চাঁদপুর পুলিশ ফাঁড়ির সরকারি নার্সারির পরিচর্যা দেখে বরিশাল এলাকায় যাই। সেখানে কয়েক বছর নার্সারিতে কাজ করে মোটামুটি অভিজ্ঞতা নিয়ে আদর্শ বনলতা নার্সারি গড়ে তুলেছি। সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যে মাত্র ৮ মাসে ৪৫ থেকে ৫০ লাখ টাকার চারা বিক্রি করতে পারব।
এ নার্সারিতে কর্মরত শ্রমিক মোজাম্মেল বলেন, এখানে বিভিন্ন ফল, ফুল, ওষধি, বনজী, মেহগনি, শাল, আকাশি, গর্জনসহ প্রায় ২০০ প্রজাতির দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এখানে আমরা ৫ জন লোক প্রতিদিন পরিচর্যার কাজ করি।
হাজীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নার্সারির মালিক চারা সম্পর্কে জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে। আমি দেশি প্রজাতির পাশাপাশি বিভিন্ন গাছের চারা বাড়ানোর জন্য পরামর্শ দেই। তবে নিয়মতান্ত্রিকভাবে পরিচর্যা করলে এ নার্সারি দেশে বৃক্ষের চাহিদা পূরণে বিশেষ অবদান রাখবে।

চাঁদপুরের হাজীগঞ্জে আদর্শ বনলতা নার্সারি দিয়ে মাত্র ৮ মাসে প্রায় অর্ধকোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন ইসহাক পাটওয়ারী। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করেন তিনি। বর্তমানে তাঁর নার্সারিতে কাজ করছে ৫ জন শ্রমিক।
সরেজমিনে নার্সারিতে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জের ধেররা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় দেড় একর জায়গা নিয়ে গড়ে উঠেছে আদর্শ বনলতা নার্সারি। নার্সারিতে ৫ জন শ্রমিক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা পরিচর্যা করছেন। নার্সারির এক কর্নারে কাজ করছেন ইসহাক পাটওয়ারী।
নার্সারি নিয়ে ইসহাক পাটওয়ারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, চলতি বছরের শুরুতে প্রায় দেড় একর জায়গা এবং বছরে ১ লাখ টাকা ভাড়া নিয়ে নার্সারি শুরু করি। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা খরচ করে দুই শতাধিকের বেশি দেশি-বিদেশি প্রজাতির গাছের চারা উৎপাদন করতে সক্ষম হয়েছি।
বর্তমানে এ নার্সারিতে প্রায় ২০০ জাতের দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এগুলোর মধ্যে ৩০ জাতের দেশি-বিদেশি আমের চারা রয়েছে। এ ছাড়া চায়না-৩ লিচু, বেদানা লিচু, মুম্বাই লিচু, জাম, ভিয়েতনামের কাঁঠাল, পেয়ারা, সাতকরা, থাই পেয়ারা, লটকন, আমলকী, কতবেল, পেঁপে, সফেদা, ভিয়েতনামের নারিকেল, জামরুল, থাই মিষ্টি তেঁতুল, ডালিম, আপেল, সাদা আপেল, কমলা, নাশপাতি, বেল, চালতা, আমড়া, ড্রাগন ফল, করমচা, চায়না কমলা, কাশ্মীরি কুল, বাউকুলসহ প্রায় শতাধিক ফলের চারা রয়েছে। এ ছাড়া বর্তমানে এ নার্সারিতে ১৫ হাজার নারিকেল, ২৫ হাজার সুপারি এবং বাকি জায়গায় বিভিন্ন বনজ, ফলদ, ঔষধি ও ফুলের চারা রয়েছে।
ফুলের মধ্যে থাই গোলাপ, রজনীগন্ধা, চায়না টগর, হাসনাহেনা, বকুল, কৃষ্ণচূড়া, বেলি, গন্ধরাজ, জবা, ক্রিসমাস ট্রি, পাতাবাহার, ঝাউ গাছসহ প্রায় শতাধিক প্রজাতির চারা রয়েছে। ফুলের চারা ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ।
ইসহাক পাটওয়ারী আরও বলেন, মূলত চাঁদপুর পুলিশ ফাঁড়ির সরকারি নার্সারির পরিচর্যা দেখে বরিশাল এলাকায় যাই। সেখানে কয়েক বছর নার্সারিতে কাজ করে মোটামুটি অভিজ্ঞতা নিয়ে আদর্শ বনলতা নার্সারি গড়ে তুলেছি। সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যে মাত্র ৮ মাসে ৪৫ থেকে ৫০ লাখ টাকার চারা বিক্রি করতে পারব।
এ নার্সারিতে কর্মরত শ্রমিক মোজাম্মেল বলেন, এখানে বিভিন্ন ফল, ফুল, ওষধি, বনজী, মেহগনি, শাল, আকাশি, গর্জনসহ প্রায় ২০০ প্রজাতির দেশি-বিদেশি গাছের চারা রয়েছে। এখানে আমরা ৫ জন লোক প্রতিদিন পরিচর্যার কাজ করি।
হাজীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নার্সারির মালিক চারা সম্পর্কে জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে। আমি দেশি প্রজাতির পাশাপাশি বিভিন্ন গাছের চারা বাড়ানোর জন্য পরামর্শ দেই। তবে নিয়মতান্ত্রিকভাবে পরিচর্যা করলে এ নার্সারি দেশে বৃক্ষের চাহিদা পূরণে বিশেষ অবদান রাখবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে