মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

সরকার পতনের তিন মাস পর চাঁদপুরের মতলব উত্তরে সাবেক মন্ত্রী ও আ. লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে গত শনিবার (১৬ নভেম্বর) উপজেলার মোহনপুরে মায়া চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। পরদিন (রোববার) শিপন মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তিনি একই গ্রামের জনৈক মাখন মিয়ার ছেলে।
মামলায় আ. লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদারসহ ৪১ জনের নামে এবং অজ্ঞাত আরও ৭০ / ৮০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, বাড়িটির নিচতলায় আগুন দেওয়ার আগে ফানির্চারগুলো গাড়িতে করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পাশাপাশি মায়া চৌধুরীর কিছু স্মারক ছিল সেগুলোও নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আত্মগোপনে রয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
এদিকে আ. লীগ নেতা মায়ার বাড়িতে অগ্নিসংযোগ ঘটনায় আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু লিখিত বক্তব্যে বলেন, ‘গত শনিবার রাতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাহেবের বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
অগ্নিসংযোগ ঘটনায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কোন নেতা কর্মী জড়িত নয়। আমরা প্রশাসনের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। যাতে কোন নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ সময় মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সানাউল্লা হক, সাংগঠনিক সম্পাদক সাফায়াত খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ ব্যাপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তফাদার, সাধারণ সম্পাদক কবির সরকার, প্রচার সম্পাদক এনামুল হক, ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা তালহা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুজন প্রধান, যুবদল নেতা মো. সোহরাফ মিয়া, বিএনপি নেতা আমান উল্ল্যা মৃধা, বাবুল খান, আমজাদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকার পতনের তিন মাস পর চাঁদপুরের মতলব উত্তরে সাবেক মন্ত্রী ও আ. লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে গত শনিবার (১৬ নভেম্বর) উপজেলার মোহনপুরে মায়া চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। পরদিন (রোববার) শিপন মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তিনি একই গ্রামের জনৈক মাখন মিয়ার ছেলে।
মামলায় আ. লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদারসহ ৪১ জনের নামে এবং অজ্ঞাত আরও ৭০ / ৮০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, বাড়িটির নিচতলায় আগুন দেওয়ার আগে ফানির্চারগুলো গাড়িতে করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পাশাপাশি মায়া চৌধুরীর কিছু স্মারক ছিল সেগুলোও নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আত্মগোপনে রয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
এদিকে আ. লীগ নেতা মায়ার বাড়িতে অগ্নিসংযোগ ঘটনায় আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু লিখিত বক্তব্যে বলেন, ‘গত শনিবার রাতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাহেবের বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
অগ্নিসংযোগ ঘটনায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কোন নেতা কর্মী জড়িত নয়। আমরা প্রশাসনের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। যাতে কোন নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ সময় মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সানাউল্লা হক, সাংগঠনিক সম্পাদক সাফায়াত খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ ব্যাপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তফাদার, সাধারণ সম্পাদক কবির সরকার, প্রচার সম্পাদক এনামুল হক, ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা তালহা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুজন প্রধান, যুবদল নেতা মো. সোহরাফ মিয়া, বিএনপি নেতা আমান উল্ল্যা মৃধা, বাবুল খান, আমজাদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
২৩ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
১ ঘণ্টা আগে