মারুফ কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ইভিএমের ভোট গ্রহণের সময় গোপন কক্ষে ভোটারের সঙ্গে প্রার্থীর এজেন্ট ঢোকার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে সরাইলের অরুআইল বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রের ২ নম্বর কক্ষের দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
গোপন কক্ষে ভোটারের সঙ্গে ঢোকা ব্যক্তি নিজেকে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার এজেন্ট বলে পরিচয় দেন। তাঁর নাম বাচ্চু মিয়া। গোপন কক্ষে কেন ঢুকলেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটার আমাকে ডেকেছেন। তিনি বুঝতে পারছিলেন না।’
তবে কেউ না বুঝতে পারলে সে ক্ষেত্রে প্রিসাইডিং কর্মকর্তার কাছে যাওয়ার বিধান আছে—এমনটা জানালে সাত্তারের এজেন্ট বাচ্চু মিয়া এড়িয়ে যান।
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা মওদুদ আহমেদ বলেন, ‘অনেকে অসুস্থ, তাদের দু-একজন ঢুকেছেন। এ সময় তিনি নির্বাচনের আইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
শুধু এই কেন্দ্রের ২ নম্বর কক্ষ নয়, প্রায় সব কক্ষেই একসঙ্গে গোপন বুথে একাধিক ব্যক্তির উপস্থিতি লক্ষ করা যায়।
এদিকে দুপুর ১টার দিকে একই এলাকার পাকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় নারী কেন্দ্রে ভোটারের সঙ্গে প্রার্থীর এজেন্টকে ঢুকতে দেখা যায়। সেখানে ওই এজেন্টও সাত্তারের বলে জানা গেছে। তাঁর নাম জাহানারা। এই নারী পোলিং এজেন্টের দাবি, ‘আমাকে বলছে দেখার জন্য।’ কারা বলেছে—এ প্রশ্নের উত্তরে কিছু বলতে চাননি জাহানারা।
এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এজেন্টকে শাসিয়েছি। তিনি বুঝতে পারেননি। আর করবেন না।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ইভিএমের ভোট গ্রহণের সময় গোপন কক্ষে ভোটারের সঙ্গে প্রার্থীর এজেন্ট ঢোকার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে সরাইলের অরুআইল বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রের ২ নম্বর কক্ষের দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
গোপন কক্ষে ভোটারের সঙ্গে ঢোকা ব্যক্তি নিজেকে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার এজেন্ট বলে পরিচয় দেন। তাঁর নাম বাচ্চু মিয়া। গোপন কক্ষে কেন ঢুকলেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটার আমাকে ডেকেছেন। তিনি বুঝতে পারছিলেন না।’
তবে কেউ না বুঝতে পারলে সে ক্ষেত্রে প্রিসাইডিং কর্মকর্তার কাছে যাওয়ার বিধান আছে—এমনটা জানালে সাত্তারের এজেন্ট বাচ্চু মিয়া এড়িয়ে যান।
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা মওদুদ আহমেদ বলেন, ‘অনেকে অসুস্থ, তাদের দু-একজন ঢুকেছেন। এ সময় তিনি নির্বাচনের আইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
শুধু এই কেন্দ্রের ২ নম্বর কক্ষ নয়, প্রায় সব কক্ষেই একসঙ্গে গোপন বুথে একাধিক ব্যক্তির উপস্থিতি লক্ষ করা যায়।
এদিকে দুপুর ১টার দিকে একই এলাকার পাকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় নারী কেন্দ্রে ভোটারের সঙ্গে প্রার্থীর এজেন্টকে ঢুকতে দেখা যায়। সেখানে ওই এজেন্টও সাত্তারের বলে জানা গেছে। তাঁর নাম জাহানারা। এই নারী পোলিং এজেন্টের দাবি, ‘আমাকে বলছে দেখার জন্য।’ কারা বলেছে—এ প্রশ্নের উত্তরে কিছু বলতে চাননি জাহানারা।
এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এজেন্টকে শাসিয়েছি। তিনি বুঝতে পারেননি। আর করবেন না।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৭ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৮ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে