Ajker Patrika

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার কুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো তাছকিয়া বেগম (৩) ও তারা নূর (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

তাছকিয়া উপজেলার কুন্ডা গ্রামের মাফিকুল মিয়ার মেয়ে। তারা নূর উপজেলার ধানতলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার কুন্ডা গ্রামে ফুফার বাড়িতে বেড়াতে আসে তারা নূর। আজ শনিবার দুপুরে তাছকিয়া ও তারা নূর বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা হঠাৎ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাছকিয়ার বড় ভাই শাকিল মিয়া বলে, ওরা দুজন বাড়িতে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাদের লাশ পাওয়া যায়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত