কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিরাজ মিয়া (৬৮) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।
নিহত সিরাজ মিয়া উপজেলার মহিউদ্দিননগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।
আহতরা হলেন নিহতের স্ত্রী মর্জিনা বেগম (৫৫) ও বাবুল মিয়া (৫২) নামে অপর এক যাত্রী।
জানা যায়, নিহত সিরাজ মিয়া স্ত্রীকে নিয়ে উপজেলার মনকাশাইর এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ সকালে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশে অটোরিকশায় করে রওনা হয়েছিলেন তাঁরা। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন সিরাজ মিয়া।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। গুরুতর আহত মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিরাজ মিয়া (৬৮) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।
নিহত সিরাজ মিয়া উপজেলার মহিউদ্দিননগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।
আহতরা হলেন নিহতের স্ত্রী মর্জিনা বেগম (৫৫) ও বাবুল মিয়া (৫২) নামে অপর এক যাত্রী।
জানা যায়, নিহত সিরাজ মিয়া স্ত্রীকে নিয়ে উপজেলার মনকাশাইর এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ সকালে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশে অটোরিকশায় করে রওনা হয়েছিলেন তাঁরা। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন সিরাজ মিয়া।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। গুরুতর আহত মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তাঁর মেয়ে মরিয়ম (৮)।
১০ মিনিট আগে
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) কমিটির হয়ে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার কারণ দর্শানোর এই নোটিশ পাঠান।
১২ মিনিট আগে
এর আগে ৭ জানুয়ারি সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দফায় ভোটের গাড়ির মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয়। সে সময় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা প্রদর্শনী উপভোগ করলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম। স্থানীয়রা তখন জানান, ভোটের গাড়ি আসার বিষয়ে তাঁরা আগে কিছুই জানতেন না।
১৫ মিনিট আগে