ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাওনা টাকা চাওয়ায় দিদার হোসেন (১৪) নামের কিশোরের এক পা গাছে বেঁধে মারধর করা হয়েছে। পরে স্বজনদের থেকে দাবি করা চাঁদার টাকা পেয়ে কিশোরকে ছেড়ে দেওয়া হয়। উপজেলার চরচারতলা গ্রামে গত ১৪ ফেব্রুয়ারি সকালে এ ঘটনা ঘটে।
এদিকে গতকাল রোববার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নজরে আসলে আজ পুলিশ ওই কিশোরের বাড়িতে যায়।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের দিদার হোসেন ও রহিমা খাতুন দম্পতির ছেলে দিদার। খায়ের মিয়া পেশায় জেলে। তাঁদের সংসারের জন্য পড়াশোনা বাদ দিয়ে দিদার তাঁর বাবার সঙ্গে মেঘনা নদী থেকে মাছ ধরে। এই দম্পতির আরও দুই সন্তান রয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি সকালে একই এলাকার চরচারতলা গ্রামের তোফাজ্জলের কাছে নৌকার কাজের পাওনা টাকা চাইতে গেলে দিদারের সঙ্গে তোফাজ্জলের বাগ্বিতণ্ডা হয়। পরে দুপুরে দিদার বাড়ি থেকে বের হলে একই গ্রামের জামিরের নেতৃত্বে ৫–৬ জন দিদারকে ধরে নিয়ে যায়। তাঁরা দিদারের এক পা একটি কড়ই গাছের ডালে দড়ি বেঁধে জামিরসহ কয়েকজন মিলে মোটা রশি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন।
দিদারের মা–বাবা আজকের পত্রিকাকে জানান, নির্যাতনের সময় মোবাইল ফোনে কল দিয়ে দিদারকে ছাড়াতে ২ লাখ টাকা নিয়ে যেতে বলেন জামির। না হয় ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দেন। পরে দিদারের মা ঘটনাস্থলে গিয়ে দেখেন, দিদারকে গাছে ঝুলিয়ে মারধর করছেন তাঁরা।
দিদারের মা রহিমা বলেন, ‘তাদের হাত–পায়ে ধরে ছেলেকে নিচে নামিয়ে আনার অনুরোধ করি। পরে টাকা দিতে রাজি হলে ছেলে নামানো হয়। আমি সবার কাছে থেকে ধার দেনা করে করে ৩০ হাজার টাকা দিয়ে আমার ছেলেকে তাঁদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসি। বাকি টাকা আমি পরে দিব বলে আসি।’
এই দম্পতি আরও জানান, এই ঘটনার কাউকে জানালে দিদারকে মেরে ফেলার হুমকি দেন তাঁরা। পাশাপাশি তার দুই বোনকেও তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয়। এর পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
দিদার হোসেন বলেন, ‘তোফাজ্জলের কাছে নৌকার কাজের পাওনা টাকা চাইতে গেলে তোফাজ্জলের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে দুপুরে বাড়ি থেকে রাস্তায় বের হলে জামির ও তাঁর সঙ্গে থাকা বাকিরা একটি কড়ই গাছের ডালে ডান পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে সবাই মিলে মোটা রশি দিয়ে আমাকে প্রায় দুই ঘণ্টা এলোপাতাড়ি মারতে থাকে।’
অভিযুক্ত জামিরের মা স্বীকার করলেন, ‘তার ছেলে কাজটি ভালো করেনি। ঘটনার পর থেকে বাড়ি আসে না।’
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহামেদ জানান, খবরটি পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিশোরের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাওনা টাকা চাওয়ায় দিদার হোসেন (১৪) নামের কিশোরের এক পা গাছে বেঁধে মারধর করা হয়েছে। পরে স্বজনদের থেকে দাবি করা চাঁদার টাকা পেয়ে কিশোরকে ছেড়ে দেওয়া হয়। উপজেলার চরচারতলা গ্রামে গত ১৪ ফেব্রুয়ারি সকালে এ ঘটনা ঘটে।
এদিকে গতকাল রোববার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নজরে আসলে আজ পুলিশ ওই কিশোরের বাড়িতে যায়।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের দিদার হোসেন ও রহিমা খাতুন দম্পতির ছেলে দিদার। খায়ের মিয়া পেশায় জেলে। তাঁদের সংসারের জন্য পড়াশোনা বাদ দিয়ে দিদার তাঁর বাবার সঙ্গে মেঘনা নদী থেকে মাছ ধরে। এই দম্পতির আরও দুই সন্তান রয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি সকালে একই এলাকার চরচারতলা গ্রামের তোফাজ্জলের কাছে নৌকার কাজের পাওনা টাকা চাইতে গেলে দিদারের সঙ্গে তোফাজ্জলের বাগ্বিতণ্ডা হয়। পরে দুপুরে দিদার বাড়ি থেকে বের হলে একই গ্রামের জামিরের নেতৃত্বে ৫–৬ জন দিদারকে ধরে নিয়ে যায়। তাঁরা দিদারের এক পা একটি কড়ই গাছের ডালে দড়ি বেঁধে জামিরসহ কয়েকজন মিলে মোটা রশি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন।
দিদারের মা–বাবা আজকের পত্রিকাকে জানান, নির্যাতনের সময় মোবাইল ফোনে কল দিয়ে দিদারকে ছাড়াতে ২ লাখ টাকা নিয়ে যেতে বলেন জামির। না হয় ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দেন। পরে দিদারের মা ঘটনাস্থলে গিয়ে দেখেন, দিদারকে গাছে ঝুলিয়ে মারধর করছেন তাঁরা।
দিদারের মা রহিমা বলেন, ‘তাদের হাত–পায়ে ধরে ছেলেকে নিচে নামিয়ে আনার অনুরোধ করি। পরে টাকা দিতে রাজি হলে ছেলে নামানো হয়। আমি সবার কাছে থেকে ধার দেনা করে করে ৩০ হাজার টাকা দিয়ে আমার ছেলেকে তাঁদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসি। বাকি টাকা আমি পরে দিব বলে আসি।’
এই দম্পতি আরও জানান, এই ঘটনার কাউকে জানালে দিদারকে মেরে ফেলার হুমকি দেন তাঁরা। পাশাপাশি তার দুই বোনকেও তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয়। এর পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
দিদার হোসেন বলেন, ‘তোফাজ্জলের কাছে নৌকার কাজের পাওনা টাকা চাইতে গেলে তোফাজ্জলের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে দুপুরে বাড়ি থেকে রাস্তায় বের হলে জামির ও তাঁর সঙ্গে থাকা বাকিরা একটি কড়ই গাছের ডালে ডান পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে সবাই মিলে মোটা রশি দিয়ে আমাকে প্রায় দুই ঘণ্টা এলোপাতাড়ি মারতে থাকে।’
অভিযুক্ত জামিরের মা স্বীকার করলেন, ‘তার ছেলে কাজটি ভালো করেনি। ঘটনার পর থেকে বাড়ি আসে না।’
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহামেদ জানান, খবরটি পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিশোরের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রাজধানীর উত্তরা সেক্টর-১১-এর রোড-১৮-এর একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার একটি আবাসিক ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়।
১ ঘণ্টা আগে
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শফিকুল ইসলামের মাঠে একটি বৈদ্যুতিক সেচযন্ত্র রয়েছে। প্রতিদিনের মতো আজ ভোরেও তিনি সেচপাম্প চালু করতে মাঠে যান। পরে মাঠে কাজ করতে আসা কয়েকজন কৃষক পাশের বাগানে একটি কাঁঠালগাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
১ ঘণ্টা আগে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত ‘স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় সামিরা দুরহাট ছড়া এলাকায় খাল পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে দুটি জলবায়ু সহনশীল ভেলা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত দুই ডজন মামলার আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার সকালে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট...
১ ঘণ্টা আগে