ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

লোকসানের কারণ দেখিয়ে গত শনিবার থেকে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম থেকে ধান পরিবহন বন্ধ করে দিয়েছেন স্থানীয় ট্রাক মালিকেরা। প্রতি বস্তা ধান পরিবহনে আরও ৩ টাকা ৬৫ পয়সা থেকে ৬ টাকা ৯০ পয়সা পর্যন্ত বাড়ানোর দাবিতে ধর্মঘট করছেন তাঁরা।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে। ভাড়া বাড়ানোর দাবিতে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এ মোকামে ট্রাক মালিকদের ধর্মঘটের ফলে মোকামে ধানের বেচাকেনা বন্ধ রয়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত থেকে চাল আমদানির কারণে গত মাসের শেষ সপ্তাহ থেকে আশুগঞ্জ ধানের মোকামে বেচাকেনা কমেছে প্রায় ২৫ / ৩০ শতাংশ।
আজ সোমবারও ধর্মঘটের কারণে ধান পরিবহন বন্ধ থাকায় মোকামে বেচাকেনা বন্ধ রয়েছে। এতে করে কার্যত অচল হয়ে পড়েছে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই ধানের মোকাম। দূরদূরান্ত থেকে ধান নিয়ে আসা ব্যাপারীরা যেমন দুর্ভোগে পড়েছেন, তেমনি বেকার হয়ে পড়েছেন মোকামের প্রায় এক হাজার শ্রমিক।
ইটনা থেকে আগত ধান ব্যাপারী নয়ন মিয়া জানান তিন ধরে মোকামে বসে আছি। চালকল মালিকেরা ট্রাকের কারণে ধান ক্রয় করছে না।
অষ্টগ্রামের ধান ব্যাপারী নুরুল ইসলাম জানান, ট্রাক ধান নিচ্ছে না। ফলে ধানও কেউ কিনছে না। কাজ না থাকায় অলস সময় পার করছে কমপক্ষে হাজার খানিক শ্রমিক। কোনো কাজ করতে পারছে না।
তাজপুরের শ্রমিক আলী হোসেন জানান, ৩ দিন ধরে কাজ বন্ধ। কাজ শুরু হবে এই আশায় প্রতিদিন সকালে মোকামে আসি। কিন্তু কাজ আর হয় না।
আশুগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আশরাফ আলী জানান, আগে যে ভাড়া ছিল তাতেও লোকসানে ট্রাক চালাতে হয়েছে। এখন জ্বালানি তেলের দর যে হারে বেড়েছে, তাতে ট্রাক চালানো দায় হয়ে পড়েছে। ভাড়া না বাড়ালে ধর্মঘট চলতে থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসকিং মালিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মিয়া জানান, ট্রাকের ভাড়া বাড়লে এর প্রভাব পড়বে চালের বাজারে। কারণ পরিবহন খরচ বাড়লে গড়ে ধানের দাম বেড়ে যাবে। তখন নতুন সংকট তৈরি হবে।
উল্লেখ্য, পূর্বাঞ্চলের সবচেয়ে বড় আশুগঞ্জ মোকামে ধানের মৌসুমে প্রতিদিন প্রায় ১ লাখ মণ ধান বেচাকেনা হয়। আর বাকি সময় বিক্রি হয় ৫০-৬০ হাজার মণ ধান। বর্তমানে মোকামে বিআর-২৯ ধান বিক্রি হচ্ছে ১০৮০ থেকে ১১০০ টাকা। আর মোটা ধান বিক্রি হচ্ছে ৯১০-৯২০ টাকা।

লোকসানের কারণ দেখিয়ে গত শনিবার থেকে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম থেকে ধান পরিবহন বন্ধ করে দিয়েছেন স্থানীয় ট্রাক মালিকেরা। প্রতি বস্তা ধান পরিবহনে আরও ৩ টাকা ৬৫ পয়সা থেকে ৬ টাকা ৯০ পয়সা পর্যন্ত বাড়ানোর দাবিতে ধর্মঘট করছেন তাঁরা।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে। ভাড়া বাড়ানোর দাবিতে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এ মোকামে ট্রাক মালিকদের ধর্মঘটের ফলে মোকামে ধানের বেচাকেনা বন্ধ রয়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত থেকে চাল আমদানির কারণে গত মাসের শেষ সপ্তাহ থেকে আশুগঞ্জ ধানের মোকামে বেচাকেনা কমেছে প্রায় ২৫ / ৩০ শতাংশ।
আজ সোমবারও ধর্মঘটের কারণে ধান পরিবহন বন্ধ থাকায় মোকামে বেচাকেনা বন্ধ রয়েছে। এতে করে কার্যত অচল হয়ে পড়েছে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই ধানের মোকাম। দূরদূরান্ত থেকে ধান নিয়ে আসা ব্যাপারীরা যেমন দুর্ভোগে পড়েছেন, তেমনি বেকার হয়ে পড়েছেন মোকামের প্রায় এক হাজার শ্রমিক।
ইটনা থেকে আগত ধান ব্যাপারী নয়ন মিয়া জানান তিন ধরে মোকামে বসে আছি। চালকল মালিকেরা ট্রাকের কারণে ধান ক্রয় করছে না।
অষ্টগ্রামের ধান ব্যাপারী নুরুল ইসলাম জানান, ট্রাক ধান নিচ্ছে না। ফলে ধানও কেউ কিনছে না। কাজ না থাকায় অলস সময় পার করছে কমপক্ষে হাজার খানিক শ্রমিক। কোনো কাজ করতে পারছে না।
তাজপুরের শ্রমিক আলী হোসেন জানান, ৩ দিন ধরে কাজ বন্ধ। কাজ শুরু হবে এই আশায় প্রতিদিন সকালে মোকামে আসি। কিন্তু কাজ আর হয় না।
আশুগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আশরাফ আলী জানান, আগে যে ভাড়া ছিল তাতেও লোকসানে ট্রাক চালাতে হয়েছে। এখন জ্বালানি তেলের দর যে হারে বেড়েছে, তাতে ট্রাক চালানো দায় হয়ে পড়েছে। ভাড়া না বাড়ালে ধর্মঘট চলতে থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসকিং মালিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মিয়া জানান, ট্রাকের ভাড়া বাড়লে এর প্রভাব পড়বে চালের বাজারে। কারণ পরিবহন খরচ বাড়লে গড়ে ধানের দাম বেড়ে যাবে। তখন নতুন সংকট তৈরি হবে।
উল্লেখ্য, পূর্বাঞ্চলের সবচেয়ে বড় আশুগঞ্জ মোকামে ধানের মৌসুমে প্রতিদিন প্রায় ১ লাখ মণ ধান বেচাকেনা হয়। আর বাকি সময় বিক্রি হয় ৫০-৬০ হাজার মণ ধান। বর্তমানে মোকামে বিআর-২৯ ধান বিক্রি হচ্ছে ১০৮০ থেকে ১১০০ টাকা। আর মোটা ধান বিক্রি হচ্ছে ৯১০-৯২০ টাকা।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৪৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে