আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতি নিয়ে মন্তব্যের জের ধরে আলোচিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এই তথ্য জানান।
শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলার আসামি ইউনূসকে নিয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি পাঠান নোবেল বিজয়ীসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি।
এ বিষয়ে গত সোমবার হাইকোর্টের সামনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর সম্মানহানি করা হচ্ছে এবং এটি বিচারিক হয়রানি।’
ওই খোলাচিঠির প্রতিবাদ জানিয়ে বিপরীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে স্বাক্ষরের জন্য তার কাছে পাঠানো হয়েছে দাবি করে এমরান বলেন, ‘অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বিবৃতিতে স্বাক্ষর করব না।’
এই দাবি খারিজ করে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, তিনি বা তাঁর কার্যালয় থেকে এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘কাউকে খুশি করতে’ এমন কথা বলেছেন। পরে আইনমন্ত্রীও বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘শৃঙ্খলা ভঙ্গ করেছেন’।
এরপর এমরান আহম্মদের বরখাস্ত হওয়ার গুঞ্জন শুরু হলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আজ সকালে আইনমন্ত্রী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে পৌঁছান। সেখানে উপস্থিত সাংবাদিকেরা এমরান আহম্মদ ভূঁইয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে আইনমন্ত্রী শুধু বলেন, ‘উনাকে বরখাস্ত করা হয়েছে।’
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি না যে, উনি কোন অপরাধ করেছেন। কেন তাঁকে জেলে যেতে হবে। তবে উনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।’
আজ শুক্রবার সকালে নিজের সংসদীয় এলাকা আখাউড়া-কসবা দলীয় কর্মসূচিতে অংশ নিতে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতি নিয়ে মন্তব্যের জের ধরে আলোচিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এই তথ্য জানান।
শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলার আসামি ইউনূসকে নিয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি পাঠান নোবেল বিজয়ীসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি।
এ বিষয়ে গত সোমবার হাইকোর্টের সামনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর সম্মানহানি করা হচ্ছে এবং এটি বিচারিক হয়রানি।’
ওই খোলাচিঠির প্রতিবাদ জানিয়ে বিপরীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে স্বাক্ষরের জন্য তার কাছে পাঠানো হয়েছে দাবি করে এমরান বলেন, ‘অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বিবৃতিতে স্বাক্ষর করব না।’
এই দাবি খারিজ করে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, তিনি বা তাঁর কার্যালয় থেকে এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘কাউকে খুশি করতে’ এমন কথা বলেছেন। পরে আইনমন্ত্রীও বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘শৃঙ্খলা ভঙ্গ করেছেন’।
এরপর এমরান আহম্মদের বরখাস্ত হওয়ার গুঞ্জন শুরু হলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আজ সকালে আইনমন্ত্রী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে পৌঁছান। সেখানে উপস্থিত সাংবাদিকেরা এমরান আহম্মদ ভূঁইয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে আইনমন্ত্রী শুধু বলেন, ‘উনাকে বরখাস্ত করা হয়েছে।’
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি না যে, উনি কোন অপরাধ করেছেন। কেন তাঁকে জেলে যেতে হবে। তবে উনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।’
আজ শুক্রবার সকালে নিজের সংসদীয় এলাকা আখাউড়া-কসবা দলীয় কর্মসূচিতে অংশ নিতে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৯ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১১ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে