নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ধর্মীয় অনুভূতিতে আঘাত, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ নানা অভিযোগের মামলায় বর্তমানে কারাগারে আছেন রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। আজ বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফারাজ করিমের বাবা ফজলে করিম টাইলস করা মেঝেতে তোশক বিছিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছেন। ছবিটির ক্যাপশনে লেখা, ‘ক্ষমতা কখনই চিরস্থায়ী নয়। তবুও মানুষ অহংকার করে, জুলুম করে।’
ছবিটি চট্টগ্রাম কারাগার থেকে তোলা বলে দাবি করা হয়েছে ফেসবুক ও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। তবে ছবিটি কারাগারের নয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন।
মুহাম্মদ মঞ্জুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভাইরাল ছবিটি আমিও দেখেছি। চট্টগ্রামে কারাগারে এ রকম কোনো কক্ষ নেই। এটি এডিটেড অথবা সরকার পতনের পর গোপনে কোথাও থাকার ছবি।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের যাচাইয়ে দেখা যায়, ছবিটি এডিটেড হওয়ার সম্ভাবনা কম। তবে ছবিটি কারা ছড়িয়েছে এটি নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হওয়ার আগের ছবি হতে পারে এটি।
গত ২৬ সেপ্টেম্বর দুই দিনের রিমান্ড শেষে এ বি এম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন বিজিবি জানায়, ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা’ করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে ফজলে করিমকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে।
সবশেষ গত ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে তাঁকে চট্টগ্রামে আনা হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ নানা অভিযোগের মামলায় বর্তমানে কারাগারে আছেন রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। আজ বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফারাজ করিমের বাবা ফজলে করিম টাইলস করা মেঝেতে তোশক বিছিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছেন। ছবিটির ক্যাপশনে লেখা, ‘ক্ষমতা কখনই চিরস্থায়ী নয়। তবুও মানুষ অহংকার করে, জুলুম করে।’
ছবিটি চট্টগ্রাম কারাগার থেকে তোলা বলে দাবি করা হয়েছে ফেসবুক ও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। তবে ছবিটি কারাগারের নয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন।
মুহাম্মদ মঞ্জুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভাইরাল ছবিটি আমিও দেখেছি। চট্টগ্রামে কারাগারে এ রকম কোনো কক্ষ নেই। এটি এডিটেড অথবা সরকার পতনের পর গোপনে কোথাও থাকার ছবি।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের যাচাইয়ে দেখা যায়, ছবিটি এডিটেড হওয়ার সম্ভাবনা কম। তবে ছবিটি কারা ছড়িয়েছে এটি নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হওয়ার আগের ছবি হতে পারে এটি।
গত ২৬ সেপ্টেম্বর দুই দিনের রিমান্ড শেষে এ বি এম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন বিজিবি জানায়, ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা’ করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে ফজলে করিমকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে।
সবশেষ গত ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে তাঁকে চট্টগ্রামে আনা হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৭ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২০ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২০ মিনিট আগে