বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার বিজয় দিবসের আয়োজন দেখার উদ্দেশ্যে বের হলে পথ থেকে অভিযুক্তেরা তাকে তুলে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং গতকাল শনিবার অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত হলেন উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মতিন মিয়ার ছেলে মান্না মিয়া (২২) এবং অজ্ঞাত আরও দুই-তিনজন। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী বলছে, ভুক্তভোগী স্কুলছাত্রীকে সব সময় পথে বিরক্ত করতেন মান্না। শুক্রবার সকাল ১০টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে অভিযুক্ত মান্নাসহ আরও দুই-তিনজন ওই তরুণীকে তুলে তাঁর বাড়িতে নিয়ে যায় এবং আটকে রেখে ধর্ষণ করে। মান্নার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী।
ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ তুলে নেওয়ার জন্য ধর্ষক ও তার সাঙ্গপাঙ্গড়া আমাকে ভয় দেখাচ্ছে। টাকার লোভ দেখাচ্ছে। এখন আমরা ভয়ে আছি। আমরা যেন পুলিশের কাছে অভিযোগ না করি।’
তবে অভিযুক্তের মামা জাকির হোসেন আজকের পত্রিকা বলেন, ‘গ্রামের অনেক লোক আমার ভাগনের কাছে ৫ লাখ টাকা চেয়েছে বিষয়টি মীমাংসা করার জন্য। টাকা দেয়নি বলে আমার ভাগনেকে ফাঁসানো হয়েছে।’
এ ঘটনায় ছলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জামাল মিয়া বলেন, ‘আমি এ ঘটনা শুনেছি। সঠিক তদন্ত করে আইনগত বিচারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনই কোনো কিছু বলতে পারছি না। সঠিক তদন্ত করে বলতে পারব। মামলা নিয়েছি এবং আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার বিজয় দিবসের আয়োজন দেখার উদ্দেশ্যে বের হলে পথ থেকে অভিযুক্তেরা তাকে তুলে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং গতকাল শনিবার অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত হলেন উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মতিন মিয়ার ছেলে মান্না মিয়া (২২) এবং অজ্ঞাত আরও দুই-তিনজন। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী বলছে, ভুক্তভোগী স্কুলছাত্রীকে সব সময় পথে বিরক্ত করতেন মান্না। শুক্রবার সকাল ১০টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে অভিযুক্ত মান্নাসহ আরও দুই-তিনজন ওই তরুণীকে তুলে তাঁর বাড়িতে নিয়ে যায় এবং আটকে রেখে ধর্ষণ করে। মান্নার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী।
ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ তুলে নেওয়ার জন্য ধর্ষক ও তার সাঙ্গপাঙ্গড়া আমাকে ভয় দেখাচ্ছে। টাকার লোভ দেখাচ্ছে। এখন আমরা ভয়ে আছি। আমরা যেন পুলিশের কাছে অভিযোগ না করি।’
তবে অভিযুক্তের মামা জাকির হোসেন আজকের পত্রিকা বলেন, ‘গ্রামের অনেক লোক আমার ভাগনের কাছে ৫ লাখ টাকা চেয়েছে বিষয়টি মীমাংসা করার জন্য। টাকা দেয়নি বলে আমার ভাগনেকে ফাঁসানো হয়েছে।’
এ ঘটনায় ছলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জামাল মিয়া বলেন, ‘আমি এ ঘটনা শুনেছি। সঠিক তদন্ত করে আইনগত বিচারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনই কোনো কিছু বলতে পারছি না। সঠিক তদন্ত করে বলতে পারব। মামলা নিয়েছি এবং আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে