আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রতি রাতেই কারও না কারও বসতবাড়ির বৈদ্যুতিক (সার্ভিস) সংযোগের তার চুরির ঘটনা ঘটছে। গত কয়েক সপ্তাহের ব্যবধানে পৌর শহরের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক বাড়ির বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এ নিয়ে এলাকাবাসীকে সতর্ক করতে গত বুধবার রাতে পৌর শহরের নামা পৌঁওতা জামে মসজিদে মাইকিং করা হয়।
এদিকে তার চুরির ঘটনায় ৩ ফেব্রুয়ারি রাতে সান্তাহার পৌর শহরের নামা পৌঁওতা এলাকা থেকে আপেল নামের এক চোর চক্রের সদস্যকে তার চুরির সময় হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক আপেল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। মাদকের টাকা সংগ্রহের জন্যই তিনি তার চুরি করে বিক্রি করতেন।
পুলিশ বলছে, এসব চুরির ঘটনায় অনেকে থানায় না জানিয়ে তাঁরা নিজেরাই আবার সংযোগ লাগিয়ে নিচ্ছেন। এ কারণে পুলিশ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।
সান্তাহার পৌর এলাকার বাসিন্দারা বলেন, বেশির ভাগ চুরির সঙ্গে মাদকসেবীরা জড়িত। মাদকের টাকা সংগ্রহের জন্যই তারা এসব চুরি করে। যার কারণে এলাকায় চুরির হিড়িক পড়েছে। ফলে চুরির আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
নামা পৌঁওতা এলাকার ভুক্তভোগী আলম হোসেন বলেন, ‘৩ ফেব্রুয়ারি রাতে আমার বাড়ির বিদ্যুৎ-সংযোগের তার চুরি হয়। এ ঘটনা পুলিশকে জানালে ওই রাতেই এক চোরকে আটক করা হয়।’
শহরের আরেক বাসিন্দা আপন হোসেন বলেন, ‘কয়েক দিন থেকেই সান্তাহার পৌর শহরের রথবাড়ি, চা-বাগান, নামা পৌঁওতাসহ প্রায় সব এলাকাতেই বসতবাড়ির বৈদ্যুতিক তার চুরি হচ্ছে। চোরেরা বিদ্যুতের খুঁটি থেকে মিটার পর্যন্ত তার কেটে নিয়ে যাচ্ছে। এখন প্রতিদিনই কোনো না কোনো বাড়ির তার চুরির ঘটনা ঘটছে।’
সান্তাহার পৌর শহরের নামা পৌঁওতা জামে মসজিদের সাধারণ সম্পাদক মতিউর রহমান টিটু বলেন, কয়েক সপ্তাহ ধরে রাত হলেই এলাকায় বসতবাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে। যে কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তাই বাধ্য হয়ে রাতের বেলা মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে বিক্রয় ও বিতরণ বিভাগ (নেসকোর) সান্তাহারের কোনো কর্মকর্তা গণমাধ্যমকে বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। থানায় বৈদ্যুতিক তার চুরির বিষয়ে কেউ অভিযোগ না করলেও পুলিশ চোরদের আটকের চেষ্টা করছে।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রতি রাতেই কারও না কারও বসতবাড়ির বৈদ্যুতিক (সার্ভিস) সংযোগের তার চুরির ঘটনা ঘটছে। গত কয়েক সপ্তাহের ব্যবধানে পৌর শহরের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক বাড়ির বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এ নিয়ে এলাকাবাসীকে সতর্ক করতে গত বুধবার রাতে পৌর শহরের নামা পৌঁওতা জামে মসজিদে মাইকিং করা হয়।
এদিকে তার চুরির ঘটনায় ৩ ফেব্রুয়ারি রাতে সান্তাহার পৌর শহরের নামা পৌঁওতা এলাকা থেকে আপেল নামের এক চোর চক্রের সদস্যকে তার চুরির সময় হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক আপেল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। মাদকের টাকা সংগ্রহের জন্যই তিনি তার চুরি করে বিক্রি করতেন।
পুলিশ বলছে, এসব চুরির ঘটনায় অনেকে থানায় না জানিয়ে তাঁরা নিজেরাই আবার সংযোগ লাগিয়ে নিচ্ছেন। এ কারণে পুলিশ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।
সান্তাহার পৌর এলাকার বাসিন্দারা বলেন, বেশির ভাগ চুরির সঙ্গে মাদকসেবীরা জড়িত। মাদকের টাকা সংগ্রহের জন্যই তারা এসব চুরি করে। যার কারণে এলাকায় চুরির হিড়িক পড়েছে। ফলে চুরির আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
নামা পৌঁওতা এলাকার ভুক্তভোগী আলম হোসেন বলেন, ‘৩ ফেব্রুয়ারি রাতে আমার বাড়ির বিদ্যুৎ-সংযোগের তার চুরি হয়। এ ঘটনা পুলিশকে জানালে ওই রাতেই এক চোরকে আটক করা হয়।’
শহরের আরেক বাসিন্দা আপন হোসেন বলেন, ‘কয়েক দিন থেকেই সান্তাহার পৌর শহরের রথবাড়ি, চা-বাগান, নামা পৌঁওতাসহ প্রায় সব এলাকাতেই বসতবাড়ির বৈদ্যুতিক তার চুরি হচ্ছে। চোরেরা বিদ্যুতের খুঁটি থেকে মিটার পর্যন্ত তার কেটে নিয়ে যাচ্ছে। এখন প্রতিদিনই কোনো না কোনো বাড়ির তার চুরির ঘটনা ঘটছে।’
সান্তাহার পৌর শহরের নামা পৌঁওতা জামে মসজিদের সাধারণ সম্পাদক মতিউর রহমান টিটু বলেন, কয়েক সপ্তাহ ধরে রাত হলেই এলাকায় বসতবাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে। যে কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তাই বাধ্য হয়ে রাতের বেলা মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে বিক্রয় ও বিতরণ বিভাগ (নেসকোর) সান্তাহারের কোনো কর্মকর্তা গণমাধ্যমকে বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। থানায় বৈদ্যুতিক তার চুরির বিষয়ে কেউ অভিযোগ না করলেও পুলিশ চোরদের আটকের চেষ্টা করছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে