Ajker Patrika

মদ খেয়ে পুলিশকে গালি দেওয়ায় ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ২ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
মদ খেয়ে পুলিশকে গালি দেওয়ায় ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ২ 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে মদ খেয়ে মাতলামি ও পুলিশকে গালি দেওয়ায় ছাত্রলীগের কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় মামলার পর তাঁদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাত সোয়া ২টার দিকে সান্তাহার রেলওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন—আবদুল্লাহ আল মামুন (২৩) ও তাঁর অপর সহযোগী সাজু হোসেন (৩৩)। 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, গতকাল রাতে উপজেলা ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন তাঁর সহযোগীকে নিয়ে মাতাল অবস্থায় সান্তাহার স্টেশনে আসেন। এক সময় তাঁরা রেলওয়ে থানার সামনে এসে মাতলামি শুরু করেন। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ তাঁদের থামাতে চাইলে তাঁরা পুলিশকে অকথ্য ভাষায় গালি দেন। 

ওসি আরও বলেন, তাঁদের আচরণে পুলিশ ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন ও তাঁর অপর সহযোগী সাজুকে গ্রেপ্তার করে। আবদুল্লাহ আল মামুন সান্তাহার শহরের হাউজিং কলোনি এলাকার পিন্টু হোসেনের ছেলে। সাজু হোসেন সান্তাহার স্টেশন কলোনির আব্দুর রহিমের ছেলে। গতকাল সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত