শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে আবুল বাশার (২৮) নামের এক চীনফেরত শিক্ষার্থীকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আবুল বাশারকে স্থানীয় কিছু ব্যক্তি আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ পরদিন আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বগুড়ার আদালতে হাজির করে। পরে আদালতের নির্দেশে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আবুল বাশার শেরপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার আব্দুল লতিফের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ২০১৮ সালের ডিসেম্বর মাসে চিকিৎসা শাস্ত্রে (এমবিবিএস) উচ্চশিক্ষার জন্য চীনে যান। ২০২৪ সালের শুরুতে স্নাতক শেষ করেন। তাঁর স্ত্রী মোছা. হুমায়রা হাফসাও চীনের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। তাঁরা উভয়ে ছুটিতে গত ২২ জুন দেশে ফেরেন।
বাশারের স্ত্রী মোছা. হুমায়রা হাফসা জানান, শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটের সামনে থেকে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত কিছু ব্যক্তি তাঁর স্বামীকে আটক করেন। পরে তাঁকে শহরের কলেজ রোড এলাকার একটি ঘরে নিয়ে গিয়ে প্রায় আধা ঘণ্টা ধরে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশে হস্তান্তর করা হয়।
হুমায়রা বলেন, ‘খবর পেয়ে আমরা থানায় যাই। আটক কেন, তা জানতে চাইলে পুলিশ কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। জানায়, তাঁর নামে কোনো মামলা নেই।’ তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর শেরপুর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে তিনটি মামলা হয়। আমাদের ধারণা, ওই মামলাগুলোর একটিতে জড়ানোর উদ্দেশ্যেই পুলিশ গভীর রাতে আমাদের পাসপোর্ট যাচাই করে। পরে নিশ্চিত হয় তারা, ওই সময় আমার স্বামী দেশে ছিলেন না। তাই কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখাতে না পেরে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।’
হুমায়রা অভিযোগ করেন, ‘আমাদের পরিবার কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু আমার স্বামীকে একটি ফ্যাসিবাদী ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিকভাবে দোষী বানানোর চেষ্টা চলছে।’
আবুল বাশারের আহত অবস্থার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী জানান, গতকাল রাত পৌনে ৯টার দিকে থানা-পুলিশের মাধ্যমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, ‘ওই ব্যক্তিকে আটক ও মারধরের বিষয়ে আমি কিছুই জানি না।’
শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ‘আবুল বাশারের বিদেশ গমনাগমনের তথ্য যাচাই-বাছাই চলছে। আপাতত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বগুড়ার শেরপুরে আবুল বাশার (২৮) নামের এক চীনফেরত শিক্ষার্থীকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আবুল বাশারকে স্থানীয় কিছু ব্যক্তি আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ পরদিন আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বগুড়ার আদালতে হাজির করে। পরে আদালতের নির্দেশে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আবুল বাশার শেরপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার আব্দুল লতিফের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ২০১৮ সালের ডিসেম্বর মাসে চিকিৎসা শাস্ত্রে (এমবিবিএস) উচ্চশিক্ষার জন্য চীনে যান। ২০২৪ সালের শুরুতে স্নাতক শেষ করেন। তাঁর স্ত্রী মোছা. হুমায়রা হাফসাও চীনের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। তাঁরা উভয়ে ছুটিতে গত ২২ জুন দেশে ফেরেন।
বাশারের স্ত্রী মোছা. হুমায়রা হাফসা জানান, শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটের সামনে থেকে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত কিছু ব্যক্তি তাঁর স্বামীকে আটক করেন। পরে তাঁকে শহরের কলেজ রোড এলাকার একটি ঘরে নিয়ে গিয়ে প্রায় আধা ঘণ্টা ধরে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশে হস্তান্তর করা হয়।
হুমায়রা বলেন, ‘খবর পেয়ে আমরা থানায় যাই। আটক কেন, তা জানতে চাইলে পুলিশ কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। জানায়, তাঁর নামে কোনো মামলা নেই।’ তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর শেরপুর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে তিনটি মামলা হয়। আমাদের ধারণা, ওই মামলাগুলোর একটিতে জড়ানোর উদ্দেশ্যেই পুলিশ গভীর রাতে আমাদের পাসপোর্ট যাচাই করে। পরে নিশ্চিত হয় তারা, ওই সময় আমার স্বামী দেশে ছিলেন না। তাই কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখাতে না পেরে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।’
হুমায়রা অভিযোগ করেন, ‘আমাদের পরিবার কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু আমার স্বামীকে একটি ফ্যাসিবাদী ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিকভাবে দোষী বানানোর চেষ্টা চলছে।’
আবুল বাশারের আহত অবস্থার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী জানান, গতকাল রাত পৌনে ৯টার দিকে থানা-পুলিশের মাধ্যমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, ‘ওই ব্যক্তিকে আটক ও মারধরের বিষয়ে আমি কিছুই জানি না।’
শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ‘আবুল বাশারের বিদেশ গমনাগমনের তথ্য যাচাই-বাছাই চলছে। আপাতত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৬ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩২ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৭ মিনিট আগে