মো. সাইফুল ইসলাম, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

যান্ত্রিক ত্রুটির কারণে সাড়ে তিন মাস ধরে বন্ধ ভোলার সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র। ফলে অসহনীয় লোডশেডিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে ভোলাবাসী। সম্প্রতি দাবদাহে এই পরিস্থিতি আরও জটিল হয়েছে। লোডশেডিংয়ের কারণে চিকিৎসাসহ জরুরি সেবা ব্যাহত হচ্ছে।
এক সপ্তাহের বেশি সময় ধরে কখনো ৩৮ ডিগ্রি সেলসিয়াস, কখনো ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকছে উপকূলীয় জেলা ভোলার তাপমাত্রা। এতে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ভোলা সদর উপজেলায় ১২ থেকে ১৩ ঘণ্টা লোডশেডিং চলছে। মনপুরায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুৎ সমিতি। সেখানে রাতে বিদ্যুৎ থাকে না। দিনে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে তিন থেকে চার ঘণ্টা। একই চিত্র চরফ্যাশনের চর কুকরি-মুকরির। দৌলতখান, মদনপুরের চিত্র একটু ভিন্ন। এ দুই উপজেলায় দিনে ছয়-সাত ঘণ্টা বিদ্যুৎ থাকে।
সেখানকার পরিস্থিতি তুলে ধরে ভোলা বিদ্যুৎ সরবরাহ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ জানান, ভোলায় বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ৯০ মেগাওয়াট, তবে পাচ্ছি ৬০ মেগাওয়াট। বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে।
জানা যায়, ২০০৯ সালে সিনহা গ্রুপের ভাড়াভিত্তিক ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। গ্যাসনির্ভর এই বিদ্যুৎকেন্দ্র এর আগেও যান্ত্রিক ত্রুটির কারণে দুবার বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে গত ২৫ জানুয়ারি আবারও বন্ধ হয়ে যায়। এরপর তিন মাস পেরিয়ে গেলেও এখনো চালু করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, ‘আশা করি আগামী তিন থেকে চার মাসের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি চালু করা সম্ভব হবে।’
জনজীবন বিপর্যস্ত
বিদ্যুৎ সরবরাহ না পেয়ে এরই মধ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোলা সদরের ওয়ার্কশপ ব্যবসায়ী জানান, অনেক দিন অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে কর্মচারীদের মজুরি দিতে হচ্ছে প্রতিদিন। আবার চিকিৎসার জন্য চরফ্যাশন, মনপুরা, তজুমদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও দৌলতখান থেকে জেলা সদরে আসা রোগীরাও পড়েছে বিপাকে। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় রোগীরা সেবাবঞ্চিত হচ্ছে।
ভোলা সদরের একাধিক অটোরিকশাচালকের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুৎ না পাওয়ায় ঠিকমতো অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না তাঁরা। এতে করে আয় যেমন কমেছে, তেমনি অটোরিকশার ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ প্রসঙ্গে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ‘প্রচণ্ড গরমে ভোলাবাসী কিছুটা দুর্ভোগে পড়েছে। বিষয়টি বিদ্যুৎ মন্ত্রণালয়কে জানিয়েছি।’

যান্ত্রিক ত্রুটির কারণে সাড়ে তিন মাস ধরে বন্ধ ভোলার সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র। ফলে অসহনীয় লোডশেডিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে ভোলাবাসী। সম্প্রতি দাবদাহে এই পরিস্থিতি আরও জটিল হয়েছে। লোডশেডিংয়ের কারণে চিকিৎসাসহ জরুরি সেবা ব্যাহত হচ্ছে।
এক সপ্তাহের বেশি সময় ধরে কখনো ৩৮ ডিগ্রি সেলসিয়াস, কখনো ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকছে উপকূলীয় জেলা ভোলার তাপমাত্রা। এতে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ভোলা সদর উপজেলায় ১২ থেকে ১৩ ঘণ্টা লোডশেডিং চলছে। মনপুরায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুৎ সমিতি। সেখানে রাতে বিদ্যুৎ থাকে না। দিনে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে তিন থেকে চার ঘণ্টা। একই চিত্র চরফ্যাশনের চর কুকরি-মুকরির। দৌলতখান, মদনপুরের চিত্র একটু ভিন্ন। এ দুই উপজেলায় দিনে ছয়-সাত ঘণ্টা বিদ্যুৎ থাকে।
সেখানকার পরিস্থিতি তুলে ধরে ভোলা বিদ্যুৎ সরবরাহ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ জানান, ভোলায় বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ৯০ মেগাওয়াট, তবে পাচ্ছি ৬০ মেগাওয়াট। বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে।
জানা যায়, ২০০৯ সালে সিনহা গ্রুপের ভাড়াভিত্তিক ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। গ্যাসনির্ভর এই বিদ্যুৎকেন্দ্র এর আগেও যান্ত্রিক ত্রুটির কারণে দুবার বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে গত ২৫ জানুয়ারি আবারও বন্ধ হয়ে যায়। এরপর তিন মাস পেরিয়ে গেলেও এখনো চালু করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, ‘আশা করি আগামী তিন থেকে চার মাসের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি চালু করা সম্ভব হবে।’
জনজীবন বিপর্যস্ত
বিদ্যুৎ সরবরাহ না পেয়ে এরই মধ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোলা সদরের ওয়ার্কশপ ব্যবসায়ী জানান, অনেক দিন অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে কর্মচারীদের মজুরি দিতে হচ্ছে প্রতিদিন। আবার চিকিৎসার জন্য চরফ্যাশন, মনপুরা, তজুমদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও দৌলতখান থেকে জেলা সদরে আসা রোগীরাও পড়েছে বিপাকে। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় রোগীরা সেবাবঞ্চিত হচ্ছে।
ভোলা সদরের একাধিক অটোরিকশাচালকের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুৎ না পাওয়ায় ঠিকমতো অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না তাঁরা। এতে করে আয় যেমন কমেছে, তেমনি অটোরিকশার ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ প্রসঙ্গে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ‘প্রচণ্ড গরমে ভোলাবাসী কিছুটা দুর্ভোগে পড়েছে। বিষয়টি বিদ্যুৎ মন্ত্রণালয়কে জানিয়েছি।’

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩০ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৩২ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে