Ajker Patrika

ভোলা থেকে গ্যাস নেওয়া ২২ লরি আটকে দিলেন আন্দোলনকারীরা

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৫, ১৮: ৩৬
ভোলা থেকে গ্যাস নেওয়া ২২ লরি আটকে দিলেন আন্দোলনকারীরা
আমরা ভোলাবাসী আন্দোলনকারীদের হাতে আটক গ্যাস সিলিন্ডারবাহী লরি। ছবি: আজকের পত্রিকা

ভোলাবাসীর ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে আন্দোলনকারীরা জেলার গ্যাস বোতলজাত করে বাইরে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত ২২টি লরি আটকে দিয়েছেন।

বেসরকারি ইন্ট্রাকো কোম্পানির লরিগুলো গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আটক করে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে রাখা হয়। পরে অবশ্য নিরাপত্তার কারণে বিকেলে লরিগুলো কোম্পানির ভোলা ডিপোতে পাঠিয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোলায় উত্তোলিত গ্যাস বেসরকারি কোম্পানির মাধ্যমে সিলিন্ডারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এর বিপরীতে এখানে প্রাপ্ত গ্যাস স্থানীয়দের ঘরে ঘরে দেওয়াসহ ছয় দফা দাবিতে ‘আমরা ভোলাবাসী’ নামের একটি সংগঠন আন্দোলন করে আসছে। আন্দোলনকারীদের দাবি, ভোলার গ্যাসের সংযোগ ঘরে ঘরে দিতে হবে। জেলায় গ্যাসভিত্তিক শিল্পকলকারখানা নির্মাণ করতে হবে।

এই দাবিতে গত শনিবার ভোলায় ইন্ট্রাকো কোম্পানির রিফুয়েলিং স্টেশনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। কিন্তু পরদিন রোববার ফটকের তালা ভেঙে লরি ঢোকান এবং সিলিন্ডার ঢাকা পাঠানোর চেষ্টা করেন ইন্ট্রাকোর লোকজন। পরে খবর পেয়ে আন্দোলনকারীরা ২২টি লরি আটকে দেন।

‘আমরা ভোলাবাসী’র সদস্যসচিব মীর মোশারেফ অমি বলেন, ‘আমাদের আন্দোলন উপেক্ষা করে ইন্ট্রাকো কোম্পানির লোকজন রাতের বেলায় গ্যাস নিয়ে ভোলার বাইরে যাওয়ার চেষ্টা করে। তখন আন্দোলনকারীরা গ্যাস সিলিন্ডার বহনকারী ২২টি ট্রাক আটক করে। সেগুলো ভোলা সরকারি স্কুল মাঠে সারিবদ্ধভাবে রাখা হয়। পরে অবশ্য নিরাপত্তার কারণে ইন্ট্রাকো কোম্পানির কর্মকর্তাদের উপস্থিতিতে আটক ট্রাকগুলো মঙ্গলবার বিকেলে তাঁদের কাছে ফেরত দেওয়া হয়। আটক ট্রাকগুলো ভোলায় অবস্থিত তাঁদের ডিপোতে ফেরত নেওয়া হয়েছে।’

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিকেলে আজকের পত্রিকাকে জানান, আন্দোলনকারীরা ২০টি লরি আটক করে সরকারি স্কুলমাঠে রেখেছিলেন। পরে অবশ্য ইন্ট্রাকো কোম্পানির লোকজন এগুলো তাঁদের ডিপোতে নিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত