ভোলা প্রতিনিধি

শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে ‘ঘরে ঘরে গ্যাস’ সরবরাহ, ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও পথসভা করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদর রোডের কে জাহান মার্কেটের সামনে ‘ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য দেন কমিটির সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী। তিনি বলেন, ভোলার শাহবাজপুর গ্যাস কূপে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। অথচ সেই গ্যাস গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য ভোলার ঘরে ঘরে সরবরাহ না করে এবং ভোলায় গ্যাসভিত্তিক ভারী শিল্পকারখানা গড়ে না তুলে এই গ্যাস জেলার বাইরে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।
তাই, ভোলায় প্রাপ্ত গ্যাস অবিলম্বে ভোলার ঘরে ঘরে সরবরাহ এবং জেলায় গ্যাসভিত্তিক ভারী শিল্পকারখানা গড়ে তোলা না হলে সামনে অবরোধসহ আরও কঠোর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ার দেন তাঁরা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা গেছে, ১৯৯৪ সালের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রথম শাহবাজপুর গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। পর্যায়ক্রমে সেখানে পাঁচটিসহ জেলার আরও চারটি স্থানে মোট আটটি কূপ খনন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এখন পর্যন্ত জেলায় মোট গ্যাস মজুতের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফুট (টিসিএফ) ঘটফুট। যা থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে জানিয়েছে বাপেক্স কর্তৃপক্ষ। বর্তমানে এই কূপে ৬২০ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাপেক্স আরও জানায়, ২০১৮ সালের দিকে ভূকম্পন জরিপের মাধ্যমে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকায় এই জেলার মধ্যে গ্যাসের দ্বিতীয় কূপের সন্ধান পাওয়া যায়। সেখানে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের মাধ্যমে একটি কূপ খননের পর গত বছরের ৫ ডিসেম্বর নতুন করে সদরের ভেদুরিয়া ইউনিয়নের দক্ষিণ চর পাতাগ্রামে আরেকেটি কূপ খনন করে বাপেক্স।
এটি জেলার ৮ নম্বর কূপ। ২৩ জানুয়ারি ওই কূপে প্রাথমিক পরীক্ষামূলক উত্তোলনে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে জানিয়েছেন বাপেক্স প্রতিনিধিদল।
বাপেক্সের মহাব্যবস্থাপক ভূতত্ববিদ মো. আলমগীর আজকের পত্রিকাকে জানান, নতুন করে বিভিন্ন এলাকায় গ্যাসের অনুসন্ধান চলছে।

শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে ‘ঘরে ঘরে গ্যাস’ সরবরাহ, ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও পথসভা করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদর রোডের কে জাহান মার্কেটের সামনে ‘ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য দেন কমিটির সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী। তিনি বলেন, ভোলার শাহবাজপুর গ্যাস কূপে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। অথচ সেই গ্যাস গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য ভোলার ঘরে ঘরে সরবরাহ না করে এবং ভোলায় গ্যাসভিত্তিক ভারী শিল্পকারখানা গড়ে না তুলে এই গ্যাস জেলার বাইরে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।
তাই, ভোলায় প্রাপ্ত গ্যাস অবিলম্বে ভোলার ঘরে ঘরে সরবরাহ এবং জেলায় গ্যাসভিত্তিক ভারী শিল্পকারখানা গড়ে তোলা না হলে সামনে অবরোধসহ আরও কঠোর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ার দেন তাঁরা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা গেছে, ১৯৯৪ সালের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রথম শাহবাজপুর গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। পর্যায়ক্রমে সেখানে পাঁচটিসহ জেলার আরও চারটি স্থানে মোট আটটি কূপ খনন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এখন পর্যন্ত জেলায় মোট গ্যাস মজুতের পরিমাণ ১ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফুট (টিসিএফ) ঘটফুট। যা থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে জানিয়েছে বাপেক্স কর্তৃপক্ষ। বর্তমানে এই কূপে ৬২০ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাপেক্স আরও জানায়, ২০১৮ সালের দিকে ভূকম্পন জরিপের মাধ্যমে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকায় এই জেলার মধ্যে গ্যাসের দ্বিতীয় কূপের সন্ধান পাওয়া যায়। সেখানে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমের মাধ্যমে একটি কূপ খননের পর গত বছরের ৫ ডিসেম্বর নতুন করে সদরের ভেদুরিয়া ইউনিয়নের দক্ষিণ চর পাতাগ্রামে আরেকেটি কূপ খনন করে বাপেক্স।
এটি জেলার ৮ নম্বর কূপ। ২৩ জানুয়ারি ওই কূপে প্রাথমিক পরীক্ষামূলক উত্তোলনে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে জানিয়েছেন বাপেক্স প্রতিনিধিদল।
বাপেক্সের মহাব্যবস্থাপক ভূতত্ববিদ মো. আলমগীর আজকের পত্রিকাকে জানান, নতুন করে বিভিন্ন এলাকায় গ্যাসের অনুসন্ধান চলছে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩১ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে