Ajker Patrika

পলিথিনে মোড়ানো অন্তঃসত্ত্বা নারী উদ্ধার: সন্তান নষ্ট করতে অপহরণের পর নির্যাতন

নিজস্ব প্রতিবেদক,বরিশাল
পলিথিনে মোড়ানো অন্তঃসত্ত্বা নারী উদ্ধার: সন্তান নষ্ট করতে অপহরণের পর নির্যাতন
বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা মারিয়া বেগম। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সদর উপজেলার তালুকদারহাট এলাকায় বরিশাল-ভোলা মহাসড়কের পাশে হাত-পা বাঁধা ও পলিথিনে প্যাঁচানো অবস্থায় অন্তঃসত্ত্বা এক নারীকে উদ্ধার করা হয়েছে। গর্ভের সন্তান নষ্ট করতে স্বামীর সাবেক স্ত্রীর স্বজনেরা তাঁকে নির্যাতন করেছেন বলে ওই নারী অভিযোগ করেছেন।

আজ রোববার ভোরে বরিশাল-ভোলা সড়কের পাশ থেকে স্থানীয় বাসিন্দারা মারিয়া বেগম (২৩) নামের ওই অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের ক্ষত রয়েছে। পুলিশ তাঁকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন।

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ওই নারীর নাম মারিয়া বেগম। তাঁর স্বামীর নাম মশিউর রহমান। তাঁর শ্বশুরবাড়ি ভোলায়। বরিশাল নগরীর দপদপিয়া গ্যাসটারবাইন এলাকায় তাঁর বাবার বাড়িতে থাকতেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা ভোরে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তখন সড়কের পাশে পলিথিনে প্যাঁচানো অবস্থায় ওই নারীকে দেখতে পান।

প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে মারিয়া সাংবাদিকদের জানান, ভোলার ব্যবসায়ী মশিউর রহমানের সঙ্গে এক বছর আগে তাঁর বিয়ে হয়। স্বামীর কাছে ভোলায় যেতে গতকাল শনিবার বিকেলে বাসা থেকে বের হন তিনি। লঞ্চঘাটে গিয়ে লঞ্চ ধরতে পারেননি। সড়কপথে লাহারহাট ঘাটে গিয়েও তিনি লঞ্চে উঠতে পারেননি। এরপরে বাসায় ফিরতে সন্ধ্যার পর ভ্যানে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন।

মারিয়ার অভিযোগ, চরকাউয়ার জিরো পয়েন্টে পৌঁছালে স্বামীর সাবেক স্ত্রীর ভাইয়েরা তাঁকে অপহরণ করেন। একটি জঙ্গলে নিয়ে নির্যাতন করে হাতা-পা বেঁধে পলিথিনে পেঁচিয়ে ফেলে রেখে যান তাঁরা।

হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক জানান, মারিয়ার পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে দগ্ধচিহ্ন রয়েছে। তবে তা অ্যাসিড নাকি রাসায়নিক কোনো দ্রব্য, তা নিশ্চিত হওয়া যায়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ওই নারী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের একাধিক স্থানে ফোসকা পড়েছে। তা কীসের জন্য হয়েছে, চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। তাঁর চিকিৎসা চলছে। তিনি লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত