Ajker Patrika

পুকুরে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৩৬
পুকুরে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামের রাজা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

শিশুরা হলো ওই বাড়ির মো. হারুনের মেয়ে লামিয়া বেগম (৬) ও একই বাড়িতে বেড়াতে আসা মারজানা বেগম (৬)। লামিয়া বেগম পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল ও মারজানা বেগম দুলারহাট থানার বাংলা বাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে। 

শিশু লামিয়া বেগমের বাবা হারুন বলেন, ‘তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। আজ দুপুরে তারা বাড়ির পেছনের পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ পরও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে খুঁজতে যাই। এ সময় তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লামিয়া ও মারজানাকে মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শিশু দুটির মৃত্যুতে তাদের পরিবারে শোকের মাতম চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ