ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখানে পুকুরে বিষ প্রয়োগ করে এক মাছচাষির প্রায় আড়াই মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাছচাষি সাইফুল্লাহ আবেদীন বাদল জানিয়েছেন।
গতকাল সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাইফুল্লাহ আবেদীন বাদল ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছিলেন।
বাদল জানান, প্রতিদিনের মতো গতকাল বিকেলে তিনি মাছের খাবার দিতে পুকুরে যান। তখন বেশ কিছু মাছ ভেসে উঠতে দেখতে পান। পরে পুকুরের সব মাছ মারা যায়। মাগুর, কৈসহ প্রায় আড়াই মণ মাছ মারা গেছে বলে দাবি করেন তিনি।
বাদল আরও বলেন, ‘কে বা কারা পুকুরে বিষ ঢেলে দিয়েছে, তা আমি নিশ্চিত নই। তবে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ এই ক্ষতি করতে পারে।’
এ বিষয়ে দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার খবর জেনেছি। ভুক্তভোগীকে থানায় একটি অভিযোগ দিতে বললেও তিনি এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোলার দৌলতখানে পুকুরে বিষ প্রয়োগ করে এক মাছচাষির প্রায় আড়াই মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাছচাষি সাইফুল্লাহ আবেদীন বাদল জানিয়েছেন।
গতকাল সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাইফুল্লাহ আবেদীন বাদল ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছিলেন।
বাদল জানান, প্রতিদিনের মতো গতকাল বিকেলে তিনি মাছের খাবার দিতে পুকুরে যান। তখন বেশ কিছু মাছ ভেসে উঠতে দেখতে পান। পরে পুকুরের সব মাছ মারা যায়। মাগুর, কৈসহ প্রায় আড়াই মণ মাছ মারা গেছে বলে দাবি করেন তিনি।
বাদল আরও বলেন, ‘কে বা কারা পুকুরে বিষ ঢেলে দিয়েছে, তা আমি নিশ্চিত নই। তবে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ এই ক্ষতি করতে পারে।’
এ বিষয়ে দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার খবর জেনেছি। ভুক্তভোগীকে থানায় একটি অভিযোগ দিতে বললেও তিনি এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আহমেদ দেওয়ান (৬০)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আহমেদ দেওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়।
৪ মিনিট আগে
তিনি বলেন, কোনো বিজিবির সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে তবে সে শুধু আইন ভাঙে না, রাষ্ট্রের নীতিকেও দুর্বল করে দেয়।
৬ মিনিট আগে
একটি কাভার্ডভ্যান পাশের একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে রিকশাচালক বাবুলকে চাপা দেয়। এ ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে এর চালক পালিয়ে যায়।
৯ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১১ মিনিট আগে