আমতলী (বরগুনা) প্রতিনিধি

জামিনে বের হয়ে আসামি আদালত প্রাঙ্গণেই মামলার বাদীকে মারধর করেছেন বলে জানা গেছে। আজ রোববার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মামলার বাদী মো. রুবেল হাওলাদার তাঁর সহযোগী নজরুল বিশ্বাস মারধরের শিকার হয়েছেন বলে দাবি তাদের।
এ ঘটনায় অভিযুক্ত ও জালিয়াতির আসামি হারুন অর রশিদ মুন্সি ও তার দুই ছেলে মো. মিরাজ ও মো. শিরাজ খান। তাঁরা তালতলী উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীরা হলেন—তালতলী উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের মো. রুবেল হাওলাদার ও তার সহযোগী নজরুল বিশ্বাস।
ভুক্তভোগীরা বলছে, ২০২১ সালে জালিয়াতির অভিযোগে হারুন অর রশিদ মুন্সিকে প্রধান আসামি করে মতিয়ার রহমান খানসহ ৮ জনে নামে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। গত ৭ আগস্ট সিআইডি জালিয়াতির সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতের বিচারক প্রতিবেদন গ্রহণ করে গত মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় আসামিরা রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান সকল আসামির জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনে বের হয়েই আদালত প্রাঙ্গণে আসামি মতিয়ার রহমানের দুই ছেলে মো. মিরাজ ও মো. শিরাজ খানের সহযোগিতায় বাদী রুবেল হাওলাদার ও তাঁর সহযোগী নজরুল বিশ্বাসকে মারধর করেন এবং মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন। ঘটনার পরপরই আসামিরা আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়।
মামলার বাদী মো. রুবেল হাওলাদার বলেন, ‘আসামি মতিয়ার রহমান খান জামিনে বের হয়ে তাঁর দুই ছেলের সহযোগিতা আমাকে এবং আমার সহযোগী নজরুল বিশ্বাসকে মারধর করেছে।’
ভুক্তভোগী রুবেল আরও বলেন, ‘মারধর করেই ক্ষান্ত হয়নি তারা, মামলা তুলে না নিলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জামিনে বের হয়ে আসামি আদালত প্রাঙ্গণেই মামলার বাদীকে মারধর করেছেন বলে জানা গেছে। আজ রোববার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মামলার বাদী মো. রুবেল হাওলাদার তাঁর সহযোগী নজরুল বিশ্বাস মারধরের শিকার হয়েছেন বলে দাবি তাদের।
এ ঘটনায় অভিযুক্ত ও জালিয়াতির আসামি হারুন অর রশিদ মুন্সি ও তার দুই ছেলে মো. মিরাজ ও মো. শিরাজ খান। তাঁরা তালতলী উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীরা হলেন—তালতলী উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের মো. রুবেল হাওলাদার ও তার সহযোগী নজরুল বিশ্বাস।
ভুক্তভোগীরা বলছে, ২০২১ সালে জালিয়াতির অভিযোগে হারুন অর রশিদ মুন্সিকে প্রধান আসামি করে মতিয়ার রহমান খানসহ ৮ জনে নামে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। গত ৭ আগস্ট সিআইডি জালিয়াতির সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতের বিচারক প্রতিবেদন গ্রহণ করে গত মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় আসামিরা রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান সকল আসামির জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনে বের হয়েই আদালত প্রাঙ্গণে আসামি মতিয়ার রহমানের দুই ছেলে মো. মিরাজ ও মো. শিরাজ খানের সহযোগিতায় বাদী রুবেল হাওলাদার ও তাঁর সহযোগী নজরুল বিশ্বাসকে মারধর করেন এবং মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন। ঘটনার পরপরই আসামিরা আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়।
মামলার বাদী মো. রুবেল হাওলাদার বলেন, ‘আসামি মতিয়ার রহমান খান জামিনে বের হয়ে তাঁর দুই ছেলের সহযোগিতা আমাকে এবং আমার সহযোগী নজরুল বিশ্বাসকে মারধর করেছে।’
ভুক্তভোগী রুবেল আরও বলেন, ‘মারধর করেই ক্ষান্ত হয়নি তারা, মামলা তুলে না নিলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে