নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে এবার তাঁর বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বেলা ২টার দিকে শিক্ষার্থীরা গেটে তালা ঝুলিয়ে দেন। তবে এ সময় উপাচার্য তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন না।
এর আগে উপাচার্যের পদত্যাগ দাবিতে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্রতিবাদী গানের পাশাপাশি উপাচার্যবিরোধী বক্তব্যও দেন তাঁরা। পরে তাঁর বাসভবনের গেটে তালা ঝুলিয়ে ফুল গুঁজে দেন আন্দোলনকারীরা। এতেও যদি ভিসি পদত্যাগ না করেন বা অপসারণ না হন, তাহলে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্নসহ পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘আমাদের এক দফা দাবিতে উপাচার্যের অপসারণ চেয়ে আসছি। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক সব দপ্তর বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে বুধবার ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছি। আমরা আশা করছি নতুন উপাচার্য এসে এ বাসভবন ও প্রশাসনিক ভবনের তালা খুলবেন। ভিসির বাসভবন থেকে সবাইকে বের করে তালার পাশাপাশি ফুলও ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ বাসভবনে ড. শুচিতার মতো কোনো স্বৈরাচারের ছায়া যেন না থাকে।’
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, শিক্ষার্থীরা এখন তালা ঝুলিয়েছেন। ভিসি অপসারিত না হলে বাসভবনের বিদ্যুৎ এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হবে।
জানা গেছে, শিক্ষার্থীদের ২২ দফা দাবি পূরণে ব্যর্থতা, চিকিৎসার অভাবে মারা যাওয়া শিক্ষার্থীকে অর্থ সহায়তা না দেওয়া, ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের লালন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং বিভিন্ন উন্নয়ন খাতে দুর্নীতির অভিযোগে উপাচার্য ড. শুচিতার অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ১৯ দিন ধরে ববি উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে এখন পর্যন্ত বসেননি ভিসি। উল্টো আন্দোলন দমনে করেছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা। এর জেরে ৫ মে রোববার থেকে শিক্ষার্থীরা ফুঁসে উঠে উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা দেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে এবার তাঁর বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বেলা ২টার দিকে শিক্ষার্থীরা গেটে তালা ঝুলিয়ে দেন। তবে এ সময় উপাচার্য তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন না।
এর আগে উপাচার্যের পদত্যাগ দাবিতে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্রতিবাদী গানের পাশাপাশি উপাচার্যবিরোধী বক্তব্যও দেন তাঁরা। পরে তাঁর বাসভবনের গেটে তালা ঝুলিয়ে ফুল গুঁজে দেন আন্দোলনকারীরা। এতেও যদি ভিসি পদত্যাগ না করেন বা অপসারণ না হন, তাহলে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্নসহ পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘আমাদের এক দফা দাবিতে উপাচার্যের অপসারণ চেয়ে আসছি। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক সব দপ্তর বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে বুধবার ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছি। আমরা আশা করছি নতুন উপাচার্য এসে এ বাসভবন ও প্রশাসনিক ভবনের তালা খুলবেন। ভিসির বাসভবন থেকে সবাইকে বের করে তালার পাশাপাশি ফুলও ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ বাসভবনে ড. শুচিতার মতো কোনো স্বৈরাচারের ছায়া যেন না থাকে।’
আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, শিক্ষার্থীরা এখন তালা ঝুলিয়েছেন। ভিসি অপসারিত না হলে বাসভবনের বিদ্যুৎ এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হবে।
জানা গেছে, শিক্ষার্থীদের ২২ দফা দাবি পূরণে ব্যর্থতা, চিকিৎসার অভাবে মারা যাওয়া শিক্ষার্থীকে অর্থ সহায়তা না দেওয়া, ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের লালন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং বিভিন্ন উন্নয়ন খাতে দুর্নীতির অভিযোগে উপাচার্য ড. শুচিতার অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ১৯ দিন ধরে ববি উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে এখন পর্যন্ত বসেননি ভিসি। উল্টো আন্দোলন দমনে করেছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা। এর জেরে ৫ মে রোববার থেকে শিক্ষার্থীরা ফুঁসে উঠে উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা দেন।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১৫ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে