নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৈষম্যবিরোধী আন্দোলনে নেমে বরিশাল নগরীতে চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী আসাদুজ্জামান রায়হানের চিকিৎসা এখন অর্থসংকটে বন্ধের উপক্রম হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত সেবা নিতে ব্যর্থ হওয়ায় দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় দিন কাটছে তাঁর।
চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দরকার হলেও তা জোগান দিতে ব্যর্থ পরিবার।
তাই অন্তবর্তীকালীন সরকারসহ দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন রায়হানের স্ত্রী অপ্রিম আক্তার বাবনী।
৪ আগস্ট নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ছাত্র-জনতা এবং পুলিশের সংঘর্ষ হয়। তখন রায়হানের ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে শটগানের গুলিবিদ্ধ হয় বলে জানান তাঁর স্ত্রী। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ আসাদুজ্জামান রায়হান বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের শোলনা গ্রামের ট্রাকচালক আনোয়ার হোসেনের ছেলে। এ ছাড়া তিনি বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) বিবিএয়ের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।
রায়হানের স্ত্রী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বরাত দিয়ে জানান, তাঁর চোখে একবার অস্ত্রোপচার করা হয়েছে। এখন যে অবস্থা তাতে চোখ রক্ষা করতে হলে কম সময়ের মধ্যে বিদেশে চিকিৎসা নিতে হবে। এ জন্য প্রায় ১০ লাখ টাকা খরচ হবে। দ্রুত চিকিৎসা দেওয়া না গেলে চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
রায়হানের বাবা ট্রাকচালক আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে বেকার হয়ে আছি। এর মধ্যে ছেলের এ দুর্ঘটনা আমার পরিবারকে আরও নিঃস্ব করে দিয়েছে। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না। এখন আমার চোখের সামনে ছেলের অসহায়ত্ব দেখতে হচ্ছে।’ এ সময় সরকার ও দেশবাসীর কাছে সহায়তা কামনা করেন তিনিও।

বৈষম্যবিরোধী আন্দোলনে নেমে বরিশাল নগরীতে চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী আসাদুজ্জামান রায়হানের চিকিৎসা এখন অর্থসংকটে বন্ধের উপক্রম হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত সেবা নিতে ব্যর্থ হওয়ায় দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় দিন কাটছে তাঁর।
চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দরকার হলেও তা জোগান দিতে ব্যর্থ পরিবার।
তাই অন্তবর্তীকালীন সরকারসহ দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন রায়হানের স্ত্রী অপ্রিম আক্তার বাবনী।
৪ আগস্ট নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ছাত্র-জনতা এবং পুলিশের সংঘর্ষ হয়। তখন রায়হানের ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে শটগানের গুলিবিদ্ধ হয় বলে জানান তাঁর স্ত্রী। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ আসাদুজ্জামান রায়হান বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের শোলনা গ্রামের ট্রাকচালক আনোয়ার হোসেনের ছেলে। এ ছাড়া তিনি বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) বিবিএয়ের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।
রায়হানের স্ত্রী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বরাত দিয়ে জানান, তাঁর চোখে একবার অস্ত্রোপচার করা হয়েছে। এখন যে অবস্থা তাতে চোখ রক্ষা করতে হলে কম সময়ের মধ্যে বিদেশে চিকিৎসা নিতে হবে। এ জন্য প্রায় ১০ লাখ টাকা খরচ হবে। দ্রুত চিকিৎসা দেওয়া না গেলে চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
রায়হানের বাবা ট্রাকচালক আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে বেকার হয়ে আছি। এর মধ্যে ছেলের এ দুর্ঘটনা আমার পরিবারকে আরও নিঃস্ব করে দিয়েছে। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না। এখন আমার চোখের সামনে ছেলের অসহায়ত্ব দেখতে হচ্ছে।’ এ সময় সরকার ও দেশবাসীর কাছে সহায়তা কামনা করেন তিনিও।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে