Ajker Patrika

বরিশাল সিটি নির্বাচনে সেনাবাহিনী চাইলেন লাঙলের মেয়র প্রার্থী তাপস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি নির্বাচনে সেনাবাহিনী চাইলেন লাঙলের মেয়র প্রার্থী তাপস

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন লাঙল প্রতীকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। আজ শুক্রবার বিকেলে মহাত্মা গান্ধী পদক প্রদান অনুষ্ঠানে তাপস এ দাবি জানান। বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল মেয়র প্রার্থী তাপসকে এই পদক দেয়।  

এ সময় ইকবাল হোসেন তাপস বলেন, এই পুরস্কার বরিশাল নগরবাসীর জন্য উৎসর্গ করলাম। আমি বরিশালের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। তিনি প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইভিএম নয় ভোটারদের ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ করে দিন। বরিশাল সম্মিলিত নাগরিক সমাজের উপদেষ্টা এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিচারপতি সিকদার মকবুল হক। 

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জাপার জেলা আহ্বায়ক  অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত