Ajker Patrika

পাঁচ দফা দাবিতে বিএম কলেজ শাটডাউনের ডাক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পাঁচ দফা দাবিতে বিএম কলেজ শাটডাউনের ডাক শিক্ষার্থীদের
বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে পাঁচ দফা দাবিতে এবার ক্যাম্পাসে শাটডাউনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ক্লাস বর্জন ও চলমান ইনকোর্স পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হন। পরে মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে তাঁরা অবস্থান নেন। সেখান থেকে মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ ও ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান, আধুনিকায়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত চান তাঁরা। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি অবকাঠামো ও একাডেমিক সংকটে ভুগছে।

শিক্ষার্থীরা বলেন, তাঁরা পাঁচ দফা দাবি জানিয়েছেন। এগুলো তাঁদের ন্যায্য অধিকার। দাবি না মানা পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবেন না। এদিকে দুপুরের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন।

কলেজের অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে অন্তত তিনটি কাজ শুরু করা হবে। অন্যগুলোর দাপ্তরিক কাজও শুরু হয়ে যাবে। তিনি বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণে তাঁরা চেষ্টা চালাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত