পটুয়াখালী প্রতিনিধি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি পটুয়াখালীতে হঠাৎ করে বেড়েছে বেকারি পণ্যের দাম। শহরে এক রাতের ব্যবধানে ৫ টাকার রুটি এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শহরের সাধারণ মানুষ।
শহরের বেকারি পণ্যের দোকান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আগে বাজারে ৫০ কেজির আঁটার বস্তার দাম ছিল ১৫০০ থেকে ২০০০ টাকা কিন্তু এখন আঁটার বাজার মূল্য ৩ হাজার ৩০০ টাকা। এ ছাড়া তেল, ঘি ও চিনি এ সকল পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বেকারি পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা। তবে সাধারণ মানুষের অভিযোগ, আগে ৫ টাকায় যে রুটির সাইজ ছিল সেই রুটির সাইজ ধীরে ধীরে করে ছোট পরিসরে বানানো হয়েছে। এ ছাড়া হঠাৎ দাম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
শহরের শিশু পার্ক এলাকার চায়ের দোকানি রিজভী গাজি বলেন, ‘আগে ৫ টাকায় যে রুটির সাইজ ছিল সেই রুটির সাইজ এখন ছোট করে বানানো হয়েছে। সাধারণ মানুষেরা এত দামে বেকারির পণ্য কিনতে নারাজ। প্রতিদিন যেখানে আমার ৫০ থেকে ৮০ পিস রুটি বিক্রি হয় আজকে দাম বৃদ্ধিতে ২০ পিস রুটি বিক্রি হয়েছে। সবকিছুর দাম বাড়ছে এর জন্যই বেকারির পণ্য দাম বাড়িয়ে দিয়েছে।’
পটুয়াখালী মহিলা আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আবু ইউসুফ সাঈদ বলেন, ‘সামান্য রুটির দাম তাও দ্বিগুণ হয়ে গেল বাজারে সবকিছুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি প্রতিদিন সকালবেলা একটা চা ও একটা রুটি খেয়ে থাকি, আজকে যখন চায়ের দোকানে যাই দোকানদার আমাকে বলেন রুটি কিন্তু এখন ১০ টাকা আমি অবাক হয়ে যাই। গতকালকেও যে রুটি ৫ টাকায় খেয়েছি সেই রুটি আজকে ১০ টাকায় খেতে হবে। আগে ২ টাকায় যে রুটি পাওয়া যেত সেই রুটি এখন ১০ টাকাও পাওয়া যাবে না। আমাদের মত পরিবারগুলো মুখ বুজে আর্তনাদ করা ছাড়া কোনো উপায় নেই।’
পটুয়াখালী শুভেচ্ছা বেকারির মালিক নান্নু মিয়া বলেন, ‘দেশে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আটা, তেল, ঘি ও চিনি এ সকল পণ্য বেকারির জন্য খুব জরুরি। তবে এই সকল পণ্যের দাম অনেক আগেই বৃদ্ধি পেয়েছে তারপরেও আমরা দাম বাড়ায়নি। বেকারির কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়েছে। এই সকল দিক বিবেচনা করে বেকারির পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। বেকারির পণ্যের দাম যদি বৃদ্ধি না করা হয় তাহলে আমাদের বেকারি বন্ধ করে দিতে হবে।’

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি পটুয়াখালীতে হঠাৎ করে বেড়েছে বেকারি পণ্যের দাম। শহরে এক রাতের ব্যবধানে ৫ টাকার রুটি এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শহরের সাধারণ মানুষ।
শহরের বেকারি পণ্যের দোকান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আগে বাজারে ৫০ কেজির আঁটার বস্তার দাম ছিল ১৫০০ থেকে ২০০০ টাকা কিন্তু এখন আঁটার বাজার মূল্য ৩ হাজার ৩০০ টাকা। এ ছাড়া তেল, ঘি ও চিনি এ সকল পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বেকারি পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা। তবে সাধারণ মানুষের অভিযোগ, আগে ৫ টাকায় যে রুটির সাইজ ছিল সেই রুটির সাইজ ধীরে ধীরে করে ছোট পরিসরে বানানো হয়েছে। এ ছাড়া হঠাৎ দাম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
শহরের শিশু পার্ক এলাকার চায়ের দোকানি রিজভী গাজি বলেন, ‘আগে ৫ টাকায় যে রুটির সাইজ ছিল সেই রুটির সাইজ এখন ছোট করে বানানো হয়েছে। সাধারণ মানুষেরা এত দামে বেকারির পণ্য কিনতে নারাজ। প্রতিদিন যেখানে আমার ৫০ থেকে ৮০ পিস রুটি বিক্রি হয় আজকে দাম বৃদ্ধিতে ২০ পিস রুটি বিক্রি হয়েছে। সবকিছুর দাম বাড়ছে এর জন্যই বেকারির পণ্য দাম বাড়িয়ে দিয়েছে।’
পটুয়াখালী মহিলা আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আবু ইউসুফ সাঈদ বলেন, ‘সামান্য রুটির দাম তাও দ্বিগুণ হয়ে গেল বাজারে সবকিছুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি প্রতিদিন সকালবেলা একটা চা ও একটা রুটি খেয়ে থাকি, আজকে যখন চায়ের দোকানে যাই দোকানদার আমাকে বলেন রুটি কিন্তু এখন ১০ টাকা আমি অবাক হয়ে যাই। গতকালকেও যে রুটি ৫ টাকায় খেয়েছি সেই রুটি আজকে ১০ টাকায় খেতে হবে। আগে ২ টাকায় যে রুটি পাওয়া যেত সেই রুটি এখন ১০ টাকাও পাওয়া যাবে না। আমাদের মত পরিবারগুলো মুখ বুজে আর্তনাদ করা ছাড়া কোনো উপায় নেই।’
পটুয়াখালী শুভেচ্ছা বেকারির মালিক নান্নু মিয়া বলেন, ‘দেশে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আটা, তেল, ঘি ও চিনি এ সকল পণ্য বেকারির জন্য খুব জরুরি। তবে এই সকল পণ্যের দাম অনেক আগেই বৃদ্ধি পেয়েছে তারপরেও আমরা দাম বাড়ায়নি। বেকারির কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়েছে। এই সকল দিক বিবেচনা করে বেকারির পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। বেকারির পণ্যের দাম যদি বৃদ্ধি না করা হয় তাহলে আমাদের বেকারি বন্ধ করে দিতে হবে।’

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৪ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩১ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে