বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে ৫ই আগস্ট বিকেলে বিএনপির আনন্দ মিছিলে হামলা ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগ এনে আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।
গত মঙ্গলবার রাতে বেতাগী থানায় মামলাটি করেন বিএনপির কর্মী মো. সুজন হাওলাদার। মামলায় বেতাগী উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০-২০০ জনকে।
এ মামলায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খ. ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল, বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান হাওলাদার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাসুদ খান, শ্রম বিষক সম্পাদক মো. নাসির ফকির, রিকশা শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য সাইফুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. রাব্বি হাওলাদারসহ ২১ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করায় বিএনপির নেতা কর্মীরা বেতাগী পৌর শহরে আনন্দ মিছিল করে। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপরে হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ করে। এতে ইমরান ও রেজাউল করিম নামে দুজন কর্মী আহত হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।’

বরগুনার বেতাগীতে ৫ই আগস্ট বিকেলে বিএনপির আনন্দ মিছিলে হামলা ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগ এনে আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।
গত মঙ্গলবার রাতে বেতাগী থানায় মামলাটি করেন বিএনপির কর্মী মো. সুজন হাওলাদার। মামলায় বেতাগী উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০-২০০ জনকে।
এ মামলায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খ. ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল, বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান হাওলাদার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাসুদ খান, শ্রম বিষক সম্পাদক মো. নাসির ফকির, রিকশা শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য সাইফুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. রাব্বি হাওলাদারসহ ২১ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করায় বিএনপির নেতা কর্মীরা বেতাগী পৌর শহরে আনন্দ মিছিল করে। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপরে হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ করে। এতে ইমরান ও রেজাউল করিম নামে দুজন কর্মী আহত হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
২৮ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে