নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে হঠাৎ সরব হয়ে উঠেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুসারী থেকে শুরু করে বিরোধীদেরও দাওয়াত করেছেন তিনি। ২০২১ সালের নভেম্বরে মহানগর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর দলের স্থানীয় কর্মসূচিতে থাকতেন না সরোয়ার। কমিটি গঠনের পর তাঁকে আমন্ত্রণও জানাননি নতুন নেতৃত্ব। তবে সরোয়ার অনুসারীরা ভিন্ন প্ল্যাটফর্মে মাঝেমধ্যে কর্মসূচি পালন করে তাঁদের অস্তিত্ব জানান দেন।
এদিকে নীরবতা ভেঙে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর সরোয়ার নিজেই অনুসারীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালনের আয়োজন করেন।
নগরের পশ্চিম কাউনিয়ায় তাঁর বাসভবনের অদূরে সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের অয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া মোনাজাত শেষে অতিথিদের নৈশভোজ করানোর কথা রয়েছে। সরোয়ারের অনুসারী বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশগ্রহণ করছেন। এর আগে সকালে মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা করে প্রতিষ্ঠাতার জন্মদিন পালন করে মহানগর বিএনপি।
মজিবর রহমান সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, তিনি যুগ্ন মহাসচিব হিসেবে এই কর্মসূচি পালন করেছেন। দলের সব স্তরের নেতা-কর্মীদের ফোন করে তিনি আমন্ত্রণ জানিয়েছেন।
অবশ্য নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ পাননি। তবে শুনেছেন বিভিন্নজনকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন সরোয়ার। আজ মহানগরের কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল কি না জানতে চাইলে মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন. ‘তিনি যে বরিশালে আছেন এ খবর আমাদের জানা ছিল না।’
প্রসঙ্গত, মজিবর রহমান সরোয়ার টানা তিন যুগ বরিশাল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

বরিশালে হঠাৎ সরব হয়ে উঠেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুসারী থেকে শুরু করে বিরোধীদেরও দাওয়াত করেছেন তিনি। ২০২১ সালের নভেম্বরে মহানগর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর দলের স্থানীয় কর্মসূচিতে থাকতেন না সরোয়ার। কমিটি গঠনের পর তাঁকে আমন্ত্রণও জানাননি নতুন নেতৃত্ব। তবে সরোয়ার অনুসারীরা ভিন্ন প্ল্যাটফর্মে মাঝেমধ্যে কর্মসূচি পালন করে তাঁদের অস্তিত্ব জানান দেন।
এদিকে নীরবতা ভেঙে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর সরোয়ার নিজেই অনুসারীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালনের আয়োজন করেন।
নগরের পশ্চিম কাউনিয়ায় তাঁর বাসভবনের অদূরে সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের অয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া মোনাজাত শেষে অতিথিদের নৈশভোজ করানোর কথা রয়েছে। সরোয়ারের অনুসারী বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশগ্রহণ করছেন। এর আগে সকালে মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা করে প্রতিষ্ঠাতার জন্মদিন পালন করে মহানগর বিএনপি।
মজিবর রহমান সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, তিনি যুগ্ন মহাসচিব হিসেবে এই কর্মসূচি পালন করেছেন। দলের সব স্তরের নেতা-কর্মীদের ফোন করে তিনি আমন্ত্রণ জানিয়েছেন।
অবশ্য নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ পাননি। তবে শুনেছেন বিভিন্নজনকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন সরোয়ার। আজ মহানগরের কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল কি না জানতে চাইলে মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন. ‘তিনি যে বরিশালে আছেন এ খবর আমাদের জানা ছিল না।’
প্রসঙ্গত, মজিবর রহমান সরোয়ার টানা তিন যুগ বরিশাল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে