নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
হামলাকারীরা নগরীর ফকিরবাড়ি রোডের জাপা অফিসের আসবাব, চেয়ার, টেবিল, কম্পিউটার, টিভিসহ অন্যান্য মালামাল ভাঙচুর করেছে।
এ সময় হামলাকারীরা কার্যালয়ের সামনে জাপাকে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
এর আগে জাপা চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে কতিপয় সন্ত্রাসী লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। তাৎক্ষণিক আমাদের নেতা-কর্মীরা তা প্রতিহত করেন এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।’
গণঅধিকার পরিষদের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর জাপার নেতা-কর্মীরা আপত্তিকর স্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক হাসানসহ ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, জাপার লোকজন একজনকে মারধর করে আহতাবস্থায় পুলিশের কাছে সোপর্দ করেছেন। জাপা কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
হামলাকারীরা নগরীর ফকিরবাড়ি রোডের জাপা অফিসের আসবাব, চেয়ার, টেবিল, কম্পিউটার, টিভিসহ অন্যান্য মালামাল ভাঙচুর করেছে।
এ সময় হামলাকারীরা কার্যালয়ের সামনে জাপাকে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
এর আগে জাপা চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে কতিপয় সন্ত্রাসী লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হন। তাৎক্ষণিক আমাদের নেতা-কর্মীরা তা প্রতিহত করেন এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।’
গণঅধিকার পরিষদের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর জাপার নেতা-কর্মীরা আপত্তিকর স্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক হাসানসহ ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, জাপার লোকজন একজনকে মারধর করে আহতাবস্থায় পুলিশের কাছে সোপর্দ করেছেন। জাপা কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে