নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পরীক্ষার সময়সূচি স্ব-স্ব প্রতিষ্ঠানভিত্তিক করাসহ ৯ দফা দাবিতে তিন দিন ধরে শিক্ষার্থীদের ডাকা শাটডাউনে অচল হয়ে পড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। আজ সোমবার তৃতীয় দিনে কলেজে কোনো শিক্ষা কার্যক্রম চলেনি। শিক্ষার্থীরা ক্লাস না করে দিনভর বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, প্রতিবাদী নাটক ও গান মঞ্চস্থ করেছেন।
কর্মসূচির সঙ্গে শিক্ষক-কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থী ইরান জানান, ২০১৬ সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের অধীনস্থ কলেজ ও ইনস্টিটিউটে বিদ্যমান ‘সমন্বিত পরীক্ষা পদ্ধতি’ সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এ ছাড়া গুণগত শিক্ষা ও মূল্যায়ন নিশ্চিত করা হয়নি। এই সমন্বিত একাডেমিক পদ্ধতির জটিলতার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একাডেমিক ও মানসিক ভোগান্তির শিকার হয়ে আসছে। বিশেষ করে প্রশ্নপত্র প্রণয়নে অবহেলা ও অযৌক্তিক মডারেশনের ফলে প্রায় সময়ই সিলেবাসের বাইরে থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয় এবং ফলাফল প্রকাশে বিলম্ব সৃষ্টি হচ্ছে। বিভাগগুলোর জন্য আলাদা আলাদা পরীক্ষা কমিটি গঠনসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে পরীক্ষার সময়সূচি স্ব-স্ব প্রতিষ্ঠানভিত্তিক আলাদা হতে হবে। ব্যবহারিক পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। প্রশ্নপত্র মুদ্রণ ও উত্তরপত্র মূল্যায়ন স্ব-স্ব প্রতিষ্ঠান থেকেই পরিচালিত হতে হবে। ফলাফলে গ্রেডিংয়ে স্বচ্ছতা ও নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের আচরণে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রশ্নপত্র প্রণয়ন অবশ্যই পাঠ্যসূচির মধ্য থেকে করতে হবে। দ্রুত ফলাফল ঘোষণা নিশ্চিতে ট্যাবুলেশন ও গ্রেডিং কার্যক্রম স্ব-স্ব প্রতিষ্ঠানের নিজস্ব কমিটির মাধ্যমে পরিচালিত হতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট পর্যায়ে একজন পরীক্ষা সমন্বয়ক নিয়োগের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. লিটন রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কলেজ কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের দাবি যৌক্তিক।
পরীক্ষার সময়সূচি স্ব-স্ব প্রতিষ্ঠানভিত্তিক করাসহ ৯ দফা দাবিতে তিন দিন ধরে শিক্ষার্থীদের ডাকা শাটডাউনে অচল হয়ে পড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। আজ সোমবার তৃতীয় দিনে কলেজে কোনো শিক্ষা কার্যক্রম চলেনি। শিক্ষার্থীরা ক্লাস না করে দিনভর বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, প্রতিবাদী নাটক ও গান মঞ্চস্থ করেছেন।
কর্মসূচির সঙ্গে শিক্ষক-কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থী ইরান জানান, ২০১৬ সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের অধীনস্থ কলেজ ও ইনস্টিটিউটে বিদ্যমান ‘সমন্বিত পরীক্ষা পদ্ধতি’ সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এ ছাড়া গুণগত শিক্ষা ও মূল্যায়ন নিশ্চিত করা হয়নি। এই সমন্বিত একাডেমিক পদ্ধতির জটিলতার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একাডেমিক ও মানসিক ভোগান্তির শিকার হয়ে আসছে। বিশেষ করে প্রশ্নপত্র প্রণয়নে অবহেলা ও অযৌক্তিক মডারেশনের ফলে প্রায় সময়ই সিলেবাসের বাইরে থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয় এবং ফলাফল প্রকাশে বিলম্ব সৃষ্টি হচ্ছে। বিভাগগুলোর জন্য আলাদা আলাদা পরীক্ষা কমিটি গঠনসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে পরীক্ষার সময়সূচি স্ব-স্ব প্রতিষ্ঠানভিত্তিক আলাদা হতে হবে। ব্যবহারিক পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। প্রশ্নপত্র মুদ্রণ ও উত্তরপত্র মূল্যায়ন স্ব-স্ব প্রতিষ্ঠান থেকেই পরিচালিত হতে হবে। ফলাফলে গ্রেডিংয়ে স্বচ্ছতা ও নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের আচরণে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রশ্নপত্র প্রণয়ন অবশ্যই পাঠ্যসূচির মধ্য থেকে করতে হবে। দ্রুত ফলাফল ঘোষণা নিশ্চিতে ট্যাবুলেশন ও গ্রেডিং কার্যক্রম স্ব-স্ব প্রতিষ্ঠানের নিজস্ব কমিটির মাধ্যমে পরিচালিত হতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট পর্যায়ে একজন পরীক্ষা সমন্বয়ক নিয়োগের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. লিটন রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কলেজ কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের দাবি যৌক্তিক।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে