
তিন দিন পর ভোলায় মেঘনা নদীতে জ্বালানি তেলসহ ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২-এর উদ্ধারকাজ শুরু করেছে। আজ বুধবার সকাল ১০টা থেকে এই উদ্ধারকাজ শুরু করা হয়। তবে এখনো দৃশ্যত তেমন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এজিএম আনোয়ার হোসেন।
উদ্ধারকারী জাহাজ হুমায়রা আজ বুধবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছায়। বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ডসহ ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল এই উদ্ধার কাজে অংশ নেয়। কোস্ট গার্ড ও নৌ-পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করছে বলে জানিয়েছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিজিএম আসিফ মালেক।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এজিএম আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে ফিরে বুধবার রাতে আজকের পত্রিকাকে বলেন, আসলে বুধবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হলেও দৃশ্যত তেমন কোনো অগ্রগতি নেই। আজ শুধু দুটি পন্টুন নোঙর করে রশি টেনে উদ্ধারকাজের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আনোয়ার হোসেন আরও বলেন, ডুবুরি দল প্রতিদিন শুধু দুই ঘণ্টা করে কাজ করতে পারেন। এর বেশি কাজ করতে পারেন না। উদ্ধারের মূল কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে। তবে, তিন-চার দিনের মধ্যে জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এই কর্মকর্তা।
এদিকে বুধবার বিকেলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভোলার মেঘনা নদীতে দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার সাগর নন্দিনী-২-এর নির্গত তেল যেন পানিতে মিশে পরিবেশ দূষণ করতে না পারে, সে জন্য চতুর্থ দিনের মতো বুধবার সকাল থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের সাহায্যে পানি থেকে তেল অপসারণের কাজ চলমান রয়েছে। দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার উদ্ধারের নিমিত্তে বিআইডব্লিউটিএর দুটি টাগ বোট ও একটি বার্জ (জহুর) কোস্ট গার্ডের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করছে। উদ্ধারকাজের জন্য অন্য একটি বার্জ (হুমায়রা) বুধবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এ ছাড়া কোস্ট গার্ড দক্ষিণ জোনের দুটি টিম সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে।
উল্লেখ্য, গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। দুর্ঘটনার পর থেকেই কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত তেলবাহী জাহাজের নিরাপত্তাসহ উদ্ধারকাজে অংশ নেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে