খান রফিক, বরিশাল

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে মাছ ধরার ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এক মাস আগে। মৎস্যজীবীদের আশা ছিল, মাছ শিকার শুরুর পর এবার ইলিশের আহরণ বাড়বে। কিন্তু নদ-নদী কিংবা সাগরে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না।
বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে ইলিশের তেমন সরবরাহ নেই। দাম চড়া। এ নিয়ে হতাশ জেলে থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও। গতকাল বুধবার সকালে মোকাম ঘুরে দেখা গেছে, মাছের বেশ আকাল। তখন গোটা মোকামে ৫-৬ মণ ইলিশ ছিল। তা নিয়েও চলছিল কাড়াকাড়ি।
সেখানকার ব্যবসায়ীরা জানান, মোকামে এখন দিনে ২০-২৫ মণের বেশি ইলিশ ওঠে না। অথচ ১৫ দিন আগেও দৈনিক হাজার মণ ইলিশ উঠত। খোঁজ নিয়ে নগরের খুচরা বাজার চৌমাথা, বটতলা, নতুন বাজার ও বাংলাবাজার ঘুরেও ইলিশ তেমন একটা দেখা যায়নি।
সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, ‘ইলিশ একেবারেই নেই। গত মঙ্গলবার মাত্র ২০ মণের বেশি ইলিশ আমদানি হয়নি মোকামে। এর দামও চড়া ছিল। এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। আর এলসি সাইজের (প্রতিটি ৯০০ গ্রাম) প্রতি কেজি ইলিশ ১ হাজার ৭০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। বুধবার ইলিশ উঠেছে মাত্র ১০ মণ। ফলে দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ কমেছে, কিন্তু দেশীয় মাছের সরবরাহ বেড়েছে।’
জানতে চাইলে বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বরিশাল পোর্ট রোড মোকামে ততটা ইলিশ আসছে না। কারণ, এখন আর সমুদ্রগামী বোট বরিশালে আসে না। মহিপুর, আলিপুর, ভোলা, বরগুনা থেকে সরাসরি বিভিন্ন স্থানে চলে যায়। যে কারণে ইলিশের সংকট চলছে। তা ছাড়া এখন মৌসুমও নয়।
এদিকে জেলে ও ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন, ইলিশের উৎপাদন বাড়াতেই তো ঘটা করে এত নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু তারপরও কেন ইলিশ পাওয়া যাচ্ছে না। মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের জেলে তোফায়েল হোসেন কয়েক যুগ ধরে মাছ ধরেন মেঘনা নদীতে। তিনি জানান, অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলে দুই মাস। এরপর আট মাস জাটকা নিধনে নিষেধাজ্ঞা। সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা অক্টোবরের ২২ দিন। এত নিষেধাজ্ঞা শেষে তাঁরা ইলিশ পাওয়ার আশায় নদীতে নামেন। কিন্তু এবার তো ইলিশ নদীতে নেই। ইলিশ না পেলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে যাবে। একই কথা জানিয়ে সদর উপজেলার চন্দ্রমোহনের জেলে আব্দুস সালাম বলেন, জালে এবার ইলিশ মিলছে না।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ইলিশ মৌসুমি মাছ। নিষেধাজ্ঞা শেষে কিছুদিন ইলিশ পাওয়া গিয়েছিল। তবে এবার সাগরে একটু সমস্যা হয়েছে। ঝড়ের কারণে মাছ নদীতে তেমন ঢুকতে পারেনি। তা ছাড়া প্রতিবছর এক রকম হয় না। প্রাকৃতিক কারণে ইলিশ কখনো কম, কখনো বেশি ধরা পড়ছে।

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে মাছ ধরার ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এক মাস আগে। মৎস্যজীবীদের আশা ছিল, মাছ শিকার শুরুর পর এবার ইলিশের আহরণ বাড়বে। কিন্তু নদ-নদী কিংবা সাগরে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না।
বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে ইলিশের তেমন সরবরাহ নেই। দাম চড়া। এ নিয়ে হতাশ জেলে থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও। গতকাল বুধবার সকালে মোকাম ঘুরে দেখা গেছে, মাছের বেশ আকাল। তখন গোটা মোকামে ৫-৬ মণ ইলিশ ছিল। তা নিয়েও চলছিল কাড়াকাড়ি।
সেখানকার ব্যবসায়ীরা জানান, মোকামে এখন দিনে ২০-২৫ মণের বেশি ইলিশ ওঠে না। অথচ ১৫ দিন আগেও দৈনিক হাজার মণ ইলিশ উঠত। খোঁজ নিয়ে নগরের খুচরা বাজার চৌমাথা, বটতলা, নতুন বাজার ও বাংলাবাজার ঘুরেও ইলিশ তেমন একটা দেখা যায়নি।
সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, ‘ইলিশ একেবারেই নেই। গত মঙ্গলবার মাত্র ২০ মণের বেশি ইলিশ আমদানি হয়নি মোকামে। এর দামও চড়া ছিল। এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। আর এলসি সাইজের (প্রতিটি ৯০০ গ্রাম) প্রতি কেজি ইলিশ ১ হাজার ৭০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। বুধবার ইলিশ উঠেছে মাত্র ১০ মণ। ফলে দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ কমেছে, কিন্তু দেশীয় মাছের সরবরাহ বেড়েছে।’
জানতে চাইলে বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বরিশাল পোর্ট রোড মোকামে ততটা ইলিশ আসছে না। কারণ, এখন আর সমুদ্রগামী বোট বরিশালে আসে না। মহিপুর, আলিপুর, ভোলা, বরগুনা থেকে সরাসরি বিভিন্ন স্থানে চলে যায়। যে কারণে ইলিশের সংকট চলছে। তা ছাড়া এখন মৌসুমও নয়।
এদিকে জেলে ও ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন, ইলিশের উৎপাদন বাড়াতেই তো ঘটা করে এত নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু তারপরও কেন ইলিশ পাওয়া যাচ্ছে না। মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের জেলে তোফায়েল হোসেন কয়েক যুগ ধরে মাছ ধরেন মেঘনা নদীতে। তিনি জানান, অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলে দুই মাস। এরপর আট মাস জাটকা নিধনে নিষেধাজ্ঞা। সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা অক্টোবরের ২২ দিন। এত নিষেধাজ্ঞা শেষে তাঁরা ইলিশ পাওয়ার আশায় নদীতে নামেন। কিন্তু এবার তো ইলিশ নদীতে নেই। ইলিশ না পেলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে যাবে। একই কথা জানিয়ে সদর উপজেলার চন্দ্রমোহনের জেলে আব্দুস সালাম বলেন, জালে এবার ইলিশ মিলছে না।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ইলিশ মৌসুমি মাছ। নিষেধাজ্ঞা শেষে কিছুদিন ইলিশ পাওয়া গিয়েছিল। তবে এবার সাগরে একটু সমস্যা হয়েছে। ঝড়ের কারণে মাছ নদীতে তেমন ঢুকতে পারেনি। তা ছাড়া প্রতিবছর এক রকম হয় না। প্রাকৃতিক কারণে ইলিশ কখনো কম, কখনো বেশি ধরা পড়ছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে