খান রফিক, বরিশাল

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে মাছ ধরার ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এক মাস আগে। মৎস্যজীবীদের আশা ছিল, মাছ শিকার শুরুর পর এবার ইলিশের আহরণ বাড়বে। কিন্তু নদ-নদী কিংবা সাগরে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না।
বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে ইলিশের তেমন সরবরাহ নেই। দাম চড়া। এ নিয়ে হতাশ জেলে থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও। গতকাল বুধবার সকালে মোকাম ঘুরে দেখা গেছে, মাছের বেশ আকাল। তখন গোটা মোকামে ৫-৬ মণ ইলিশ ছিল। তা নিয়েও চলছিল কাড়াকাড়ি।
সেখানকার ব্যবসায়ীরা জানান, মোকামে এখন দিনে ২০-২৫ মণের বেশি ইলিশ ওঠে না। অথচ ১৫ দিন আগেও দৈনিক হাজার মণ ইলিশ উঠত। খোঁজ নিয়ে নগরের খুচরা বাজার চৌমাথা, বটতলা, নতুন বাজার ও বাংলাবাজার ঘুরেও ইলিশ তেমন একটা দেখা যায়নি।
সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, ‘ইলিশ একেবারেই নেই। গত মঙ্গলবার মাত্র ২০ মণের বেশি ইলিশ আমদানি হয়নি মোকামে। এর দামও চড়া ছিল। এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। আর এলসি সাইজের (প্রতিটি ৯০০ গ্রাম) প্রতি কেজি ইলিশ ১ হাজার ৭০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। বুধবার ইলিশ উঠেছে মাত্র ১০ মণ। ফলে দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ কমেছে, কিন্তু দেশীয় মাছের সরবরাহ বেড়েছে।’
জানতে চাইলে বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বরিশাল পোর্ট রোড মোকামে ততটা ইলিশ আসছে না। কারণ, এখন আর সমুদ্রগামী বোট বরিশালে আসে না। মহিপুর, আলিপুর, ভোলা, বরগুনা থেকে সরাসরি বিভিন্ন স্থানে চলে যায়। যে কারণে ইলিশের সংকট চলছে। তা ছাড়া এখন মৌসুমও নয়।
এদিকে জেলে ও ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন, ইলিশের উৎপাদন বাড়াতেই তো ঘটা করে এত নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু তারপরও কেন ইলিশ পাওয়া যাচ্ছে না। মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের জেলে তোফায়েল হোসেন কয়েক যুগ ধরে মাছ ধরেন মেঘনা নদীতে। তিনি জানান, অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলে দুই মাস। এরপর আট মাস জাটকা নিধনে নিষেধাজ্ঞা। সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা অক্টোবরের ২২ দিন। এত নিষেধাজ্ঞা শেষে তাঁরা ইলিশ পাওয়ার আশায় নদীতে নামেন। কিন্তু এবার তো ইলিশ নদীতে নেই। ইলিশ না পেলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে যাবে। একই কথা জানিয়ে সদর উপজেলার চন্দ্রমোহনের জেলে আব্দুস সালাম বলেন, জালে এবার ইলিশ মিলছে না।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ইলিশ মৌসুমি মাছ। নিষেধাজ্ঞা শেষে কিছুদিন ইলিশ পাওয়া গিয়েছিল। তবে এবার সাগরে একটু সমস্যা হয়েছে। ঝড়ের কারণে মাছ নদীতে তেমন ঢুকতে পারেনি। তা ছাড়া প্রতিবছর এক রকম হয় না। প্রাকৃতিক কারণে ইলিশ কখনো কম, কখনো বেশি ধরা পড়ছে।

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে মাছ ধরার ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এক মাস আগে। মৎস্যজীবীদের আশা ছিল, মাছ শিকার শুরুর পর এবার ইলিশের আহরণ বাড়বে। কিন্তু নদ-নদী কিংবা সাগরে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না।
বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে ইলিশের তেমন সরবরাহ নেই। দাম চড়া। এ নিয়ে হতাশ জেলে থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও। গতকাল বুধবার সকালে মোকাম ঘুরে দেখা গেছে, মাছের বেশ আকাল। তখন গোটা মোকামে ৫-৬ মণ ইলিশ ছিল। তা নিয়েও চলছিল কাড়াকাড়ি।
সেখানকার ব্যবসায়ীরা জানান, মোকামে এখন দিনে ২০-২৫ মণের বেশি ইলিশ ওঠে না। অথচ ১৫ দিন আগেও দৈনিক হাজার মণ ইলিশ উঠত। খোঁজ নিয়ে নগরের খুচরা বাজার চৌমাথা, বটতলা, নতুন বাজার ও বাংলাবাজার ঘুরেও ইলিশ তেমন একটা দেখা যায়নি।
সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, ‘ইলিশ একেবারেই নেই। গত মঙ্গলবার মাত্র ২০ মণের বেশি ইলিশ আমদানি হয়নি মোকামে। এর দামও চড়া ছিল। এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। আর এলসি সাইজের (প্রতিটি ৯০০ গ্রাম) প্রতি কেজি ইলিশ ১ হাজার ৭০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। বুধবার ইলিশ উঠেছে মাত্র ১০ মণ। ফলে দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ কমেছে, কিন্তু দেশীয় মাছের সরবরাহ বেড়েছে।’
জানতে চাইলে বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বরিশাল পোর্ট রোড মোকামে ততটা ইলিশ আসছে না। কারণ, এখন আর সমুদ্রগামী বোট বরিশালে আসে না। মহিপুর, আলিপুর, ভোলা, বরগুনা থেকে সরাসরি বিভিন্ন স্থানে চলে যায়। যে কারণে ইলিশের সংকট চলছে। তা ছাড়া এখন মৌসুমও নয়।
এদিকে জেলে ও ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন, ইলিশের উৎপাদন বাড়াতেই তো ঘটা করে এত নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু তারপরও কেন ইলিশ পাওয়া যাচ্ছে না। মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের জেলে তোফায়েল হোসেন কয়েক যুগ ধরে মাছ ধরেন মেঘনা নদীতে। তিনি জানান, অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলে দুই মাস। এরপর আট মাস জাটকা নিধনে নিষেধাজ্ঞা। সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা অক্টোবরের ২২ দিন। এত নিষেধাজ্ঞা শেষে তাঁরা ইলিশ পাওয়ার আশায় নদীতে নামেন। কিন্তু এবার তো ইলিশ নদীতে নেই। ইলিশ না পেলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে যাবে। একই কথা জানিয়ে সদর উপজেলার চন্দ্রমোহনের জেলে আব্দুস সালাম বলেন, জালে এবার ইলিশ মিলছে না।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ইলিশ মৌসুমি মাছ। নিষেধাজ্ঞা শেষে কিছুদিন ইলিশ পাওয়া গিয়েছিল। তবে এবার সাগরে একটু সমস্যা হয়েছে। ঝড়ের কারণে মাছ নদীতে তেমন ঢুকতে পারেনি। তা ছাড়া প্রতিবছর এক রকম হয় না। প্রাকৃতিক কারণে ইলিশ কখনো কম, কখনো বেশি ধরা পড়ছে।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৯ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৬ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৩ মিনিট আগে