প্রতিনিধি, (শিবচর) মাদারীপুর

সারেংয়ের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলো আকস্মিক ঝড়ের কবলে পড়া একটি লঞ্চের দুই শতাধিক যাত্রী।
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে একটি যাত্রীবাহী লঞ্চ গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝড়োবাতাসের কবলে পড়ে। এসময় লঞ্চটিকে একটি চরে আটকে রাখা হয়। ঝড় শান্ত হয়ে এলে যাত্রীদের অন্য একটি লঞ্চের সাহায্যে উদ্ধার করা হয়।
আজ সোমবার সকালে লঞ্চটিকে চর থেকে উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ লঞ্চটিতে ৮০ জন যাত্রী ছিল দাবি করলেও যাত্রীরা জানান, এতে আরোহী ছিল দু শতাধিক।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় এমভি নূর ই আয়শা নামের একটি লঞ্চ দুই শতাধিক যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি পদ্মাসেতুর কাছে পৌঁছলে ঝড় শুরু হয়। ঢেউয়ে ইঞ্জিনরুমে পানি উঠে লঞ্চটি ডোবার উপক্রম হয়। এসময় লঞ্চটিকে পদ্মার চরে ঠেকিয়ে রাখেন চালক।
রাত সাড়ে ১১টার দিকে পদ্মায় ঢেউয়ের গতিবেগ কমলে লঞ্চ মালিক সমিতি ও লঞ্চ মালিক পক্ষ চরে আটকে পড়া যাত্রীদের অন্য একটি লঞ্চ দিয়ে উদ্ধার করে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেন।
লঞ্চের ইঞ্জিন মাস্টার এলাহী জানান, হঠাৎ ঝড় শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের গতি বেড়ে যায়। এতে লঞ্চের ইঞ্জিনরুমে পানি ঢোকে। তাই লঞ্চটি পার্শ্ববর্তী চরে ঠেকিয়ে রাখি। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বৃষ্টি ও বাতাসে অনেকেই ভিজে গেছেন।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, লঞ্চটি ঝড়ের কবলে পড়লে পাশের চরে ঠেকিয়ে রাখায় ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। তবে রাতে বাতাস ও পদ্মার ঢেউ কমে গেলে যাত্রীদের অন্য একটি লঞ্চ দিয়ে উদ্ধার করে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেয়।

সারেংয়ের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলো আকস্মিক ঝড়ের কবলে পড়া একটি লঞ্চের দুই শতাধিক যাত্রী।
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে একটি যাত্রীবাহী লঞ্চ গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝড়োবাতাসের কবলে পড়ে। এসময় লঞ্চটিকে একটি চরে আটকে রাখা হয়। ঝড় শান্ত হয়ে এলে যাত্রীদের অন্য একটি লঞ্চের সাহায্যে উদ্ধার করা হয়।
আজ সোমবার সকালে লঞ্চটিকে চর থেকে উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ লঞ্চটিতে ৮০ জন যাত্রী ছিল দাবি করলেও যাত্রীরা জানান, এতে আরোহী ছিল দু শতাধিক।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় এমভি নূর ই আয়শা নামের একটি লঞ্চ দুই শতাধিক যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি পদ্মাসেতুর কাছে পৌঁছলে ঝড় শুরু হয়। ঢেউয়ে ইঞ্জিনরুমে পানি উঠে লঞ্চটি ডোবার উপক্রম হয়। এসময় লঞ্চটিকে পদ্মার চরে ঠেকিয়ে রাখেন চালক।
রাত সাড়ে ১১টার দিকে পদ্মায় ঢেউয়ের গতিবেগ কমলে লঞ্চ মালিক সমিতি ও লঞ্চ মালিক পক্ষ চরে আটকে পড়া যাত্রীদের অন্য একটি লঞ্চ দিয়ে উদ্ধার করে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেন।
লঞ্চের ইঞ্জিন মাস্টার এলাহী জানান, হঠাৎ ঝড় শুরু হওয়ায় নদীতে ঢেউয়ের গতি বেড়ে যায়। এতে লঞ্চের ইঞ্জিনরুমে পানি ঢোকে। তাই লঞ্চটি পার্শ্ববর্তী চরে ঠেকিয়ে রাখি। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বৃষ্টি ও বাতাসে অনেকেই ভিজে গেছেন।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, লঞ্চটি ঝড়ের কবলে পড়লে পাশের চরে ঠেকিয়ে রাখায় ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। তবে রাতে বাতাস ও পদ্মার ঢেউ কমে গেলে যাত্রীদের অন্য একটি লঞ্চ দিয়ে উদ্ধার করে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেয়।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২৪ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৭ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩৫ মিনিট আগে