আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে এক তরুণীকে (১৮) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতেই অভিযুক্ত তিন তরুণ নাঈম (২২), বেল্লাল (২১) ও নয়নকে (২১) গ্রেপ্তার করা হয়।
মামলায় জানা গেছে, গতকাল রাতে ওই তরুণী বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নাঈম, বেল্লাল ও নয়ন তাঁর চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যান। পরে পাশের এলাকার ফসলের মাঠে হাত-পা বেঁধে ওই তরুণীকে তাঁরা ধর্ষণ করেন। ভুক্তভোগী তরুণীর মা আমতলী থানায় খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর দেওয়া তথ্যমতে ওই তিন তরুণকে আটক করে।
আজ সকালে তরুণীর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমি বাসার সামনে ঘোরাঘুরি করছিলাম। এমন মুহূর্তে নাঈম, বেল্লাল ও নয়ন এসে আমার চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা আমাকে পাশের একটি মুগডালের খেতে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেছে। আমি অনেক অনুনয়-বিনয় করেও তাদের নির্যাতন থেকে রক্ষা পাইনি। আমি এ ঘটনার বিচার চাই।’
তরুণীর মা বলেন, ‘আমার মেয়েকে বাসার সামনে থেকে তিন বখাটে এসে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেছে। আমি তাদের শাস্তি দাবি করছি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি। আদালতে পাঠানো হয়েছে।’

বরগুনার আমতলীতে এক তরুণীকে (১৮) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতেই অভিযুক্ত তিন তরুণ নাঈম (২২), বেল্লাল (২১) ও নয়নকে (২১) গ্রেপ্তার করা হয়।
মামলায় জানা গেছে, গতকাল রাতে ওই তরুণী বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নাঈম, বেল্লাল ও নয়ন তাঁর চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যান। পরে পাশের এলাকার ফসলের মাঠে হাত-পা বেঁধে ওই তরুণীকে তাঁরা ধর্ষণ করেন। ভুক্তভোগী তরুণীর মা আমতলী থানায় খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর দেওয়া তথ্যমতে ওই তিন তরুণকে আটক করে।
আজ সকালে তরুণীর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমি বাসার সামনে ঘোরাঘুরি করছিলাম। এমন মুহূর্তে নাঈম, বেল্লাল ও নয়ন এসে আমার চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা আমাকে পাশের একটি মুগডালের খেতে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেছে। আমি অনেক অনুনয়-বিনয় করেও তাদের নির্যাতন থেকে রক্ষা পাইনি। আমি এ ঘটনার বিচার চাই।’
তরুণীর মা বলেন, ‘আমার মেয়েকে বাসার সামনে থেকে তিন বখাটে এসে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেছে। আমি তাদের শাস্তি দাবি করছি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি। আদালতে পাঠানো হয়েছে।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৬ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪২ মিনিট আগে