শ্বশুরবাড়ি আসার পথে বরগুনার আমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নজরুল ইসলাম নাহিদ (৪৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার কলঙ্ক এলাকায় পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ। তিনি জানান, ‘এটি পার্শ্ববর্তী আমতলী এলাকার ঘটনা। আমতলী থানা-পুলিশ আইনি ব্যবস্থা নেবে। এরপরও হাসপাতালে কলাপাড়া থানা-পুলিশ সদস্যদের পাঠানো হয়।’
নিহত নজরুল পটুয়াখালী সদরের সাবরেজিস্ট্রার অফিসে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীরা জানান, নজরুল গতকাল সন্ধ্যায় পটুয়াখালীর বাসা থেকে শ্বশুরবাড়ি ঈদের দাওয়াত খেতে নিজের মোটরসাইকেল চালিয়ে কলাপাড়া উপজেলার বানাতিবাজার এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পরে কলঙ্ক এলাকায় সড়কের ওপরে মোটরসাইকেলসহ তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল।
স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত হওয়ায় দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, বড় যানবাহনের ধাক্কায় অথবা নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে পড়ে যান নজরুল।
নজরুলের শ্বশুর লালুয়ার সালাউদ্দিন খান বলেন, ‘ঈদ উপলক্ষে জামাতাকে আমার বাড়িতে আসার কথা ছিল। খাওয়া-দাওয়ার ভালো আয়োজনও করা হয়েছিল। কিন্তু কে খাবে এসব খাবার? আমার দুই নাতি রয়েছে, ওরা আজ এতিম হয়ে গেল।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১০ মিনিট আগে