বরিশালের মুলাদীতে ভোটকেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পাতারচর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ১২-১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় কেন্দ্রে থাকা ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রিসাইডিং অফিসার ভোটগ্রহণ বন্ধ করে দেন।
পরে স্ট্রাইকিং ফোর্স ভোট কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ১৫-২০ মিনিট ভোটগ্রহণ শুরু করেন কর্মকর্তারা। ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা বরিশাল জেলা গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক রাজিব চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ভোটার জাকির হোসেন বলেন, রোববার সকাল ৮টা থেকে পাতারচর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের ভবনে পুরুষ এবং পশ্চিম পার্শ্বের ভবনে নারীদের ভোটগ্রহণ শুরু করেন কর্মকর্তারা। বেলা ১১টার দিকে পূর্ব পার্শ্বের ভবনে পুরুষ ভোটারদের মধ্যে কথার কাটা-কাটি ও ধ্বস্তাধস্তি হয়। ওই সময়ে বিদ্যালয় এলাকায় কে বা কারা ১২-১৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অন্যান্য ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রের এক ভোটগ্রহণকারী কর্মকর্তা বলেন, ককটেল বিস্ফোরণে ভোট কক্ষে থাকা কর্মকর্তা ও ভোটারদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। পরে প্রিসাইডিং কর্মকর্তা ভোটগ্রহণ বন্ধ করে স্ট্রাইকিং ফোর্সকে অবহিত করেন। স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ১৫-২০ মিনিট পরে পুনঃরায় ভোটগ্রহণ শুরু হয়।
বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব চন্দ্র পাল বলেন, ভোট কেন্দ্রের মধ্যে কয়েকজন ভোটারের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। ওই সময় বহিরাগতরা ভোট কেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণ করে আতঙ্কের সৃষ্টি করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২২ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে