প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে তিন শতাধিক মৃত ব্রয়লার মুরগি ড্রেসিং করার সময় মো. রাসেল নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। একটি পোলটি ফার্ম থেকে এ মুরগিগুলো সংগ্রহ করে সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করা হচ্ছিল। মুরগিগুলো চরফ্যাশন বাজারের একটি হোটেলে দেওয়ার কথা ছিল।
শনিবার রাত ১০টার দিকে চরফ্যাশন বাজারের মাংসপট্টির মিরাজের মুরগির দোকান থেকে আটক রাসেলের বাড়ি উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। সে আবুবকরপুরের একটি পোলটি ফার্মের কর্মচারী কাম পরিবহনকারী।
মিরাজকে মৃত মুরগি ড্রেসিং করতে দেখে স্থানীয়রা প্রশাসনকে জানায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আপাতত রাসেলকে কারাগারে রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস। তিনি জানান, ‘রাতে আবুবকরপুর ইউনিয়নের একটি পোলট্রি ফার্ম থেকে পাঁচটি বস্তায় ভরে তিন শতাধিক মৃত ব্রয়লার মুরগি রিকশায় করে পূর্ব বাজারে নিয়ে আসা হয়। মুরগিগুলো সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করার সময় টের পেয়ে তাঁকে আটকে রেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে কর্মচারী রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।’
অভিযানের সময় পৌর মেয়র মো. মোরশেদ, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারুল আলম সামু উপস্থিত ছিলেন।

চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে তিন শতাধিক মৃত ব্রয়লার মুরগি ড্রেসিং করার সময় মো. রাসেল নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। একটি পোলটি ফার্ম থেকে এ মুরগিগুলো সংগ্রহ করে সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করা হচ্ছিল। মুরগিগুলো চরফ্যাশন বাজারের একটি হোটেলে দেওয়ার কথা ছিল।
শনিবার রাত ১০টার দিকে চরফ্যাশন বাজারের মাংসপট্টির মিরাজের মুরগির দোকান থেকে আটক রাসেলের বাড়ি উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। সে আবুবকরপুরের একটি পোলটি ফার্মের কর্মচারী কাম পরিবহনকারী।
মিরাজকে মৃত মুরগি ড্রেসিং করতে দেখে স্থানীয়রা প্রশাসনকে জানায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আপাতত রাসেলকে কারাগারে রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস। তিনি জানান, ‘রাতে আবুবকরপুর ইউনিয়নের একটি পোলট্রি ফার্ম থেকে পাঁচটি বস্তায় ভরে তিন শতাধিক মৃত ব্রয়লার মুরগি রিকশায় করে পূর্ব বাজারে নিয়ে আসা হয়। মুরগিগুলো সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করার সময় টের পেয়ে তাঁকে আটকে রেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে কর্মচারী রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।’
অভিযানের সময় পৌর মেয়র মো. মোরশেদ, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারুল আলম সামু উপস্থিত ছিলেন।

আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
৭ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১৩ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১৭ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
২১ মিনিট আগে