বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে একটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের অপসারণের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন জিএম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
পরে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আধঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। যদিও অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে একটি পক্ষ প্রধান শিক্ষককে ফাঁসাতে চাচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ইদ্রিস আলী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন সময়ে শ্লীলতাহানি করেছে। বুধবার বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা বিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ওপর অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদিপ্ত সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আধঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোবাইলে করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এদিকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আশুতোষ ব্রম্ম প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি পক্ষ পরিচালনা কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষককে অপসারণের জন্য পরিকল্পিত একটি ঘটনা সাজিয়েছে।
এ ব্যাপারে বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদিপ্ত সরকার বলেন, ওই ছাত্রী বুধবার রাতে বাকেরগঞ্জ থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের বাকেরগঞ্জে একটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের অপসারণের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন জিএম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
পরে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আধঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। যদিও অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে একটি পক্ষ প্রধান শিক্ষককে ফাঁসাতে চাচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ইদ্রিস আলী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন সময়ে শ্লীলতাহানি করেছে। বুধবার বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা বিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ওপর অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদিপ্ত সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আধঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোবাইলে করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এদিকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আশুতোষ ব্রম্ম প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি পক্ষ পরিচালনা কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষককে অপসারণের জন্য পরিকল্পিত একটি ঘটনা সাজিয়েছে।
এ ব্যাপারে বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদিপ্ত সরকার বলেন, ওই ছাত্রী বুধবার রাতে বাকেরগঞ্জ থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৪০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে