আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলশিক্ষক ও এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের আবদুল ফকিরের ছেলে পূর্ব বাগধা দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক রহমান ও প্রতিবেশী হাসান ফকিরের সঙ্গে বাড়ির জায়গার বিরোধ চলে আসছে। গতকাল সোমবার সকালে হাসান ফকির লোকজন নিয়ে তারেক রহমানের বাড়ির ওপর জোর করে ঘর তুলতে গেলে বাঁধা দেওয়ায় হাসান ও তার লোকজন শিক্ষক তারেক রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে।
অপরদিকে একইদিন উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামের দিনমজুর সাহিদুল শিকদারের ছাগল পাশের বাড়ির জসিম শিকদারের উঠানে যাওয়াকে কেন্দ্র করে সাহিদুলের স্ত্রী দুই সন্তানের জননী সুমি বেগমকে জসিম তার পরিবারের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আহত সুমি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনায় আহত দুজন পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, স্কুলশিক ও এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় পৃথক লিখিত অভিযোগ হয়েছে। উভয় ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলশিক্ষক ও এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের আবদুল ফকিরের ছেলে পূর্ব বাগধা দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক রহমান ও প্রতিবেশী হাসান ফকিরের সঙ্গে বাড়ির জায়গার বিরোধ চলে আসছে। গতকাল সোমবার সকালে হাসান ফকির লোকজন নিয়ে তারেক রহমানের বাড়ির ওপর জোর করে ঘর তুলতে গেলে বাঁধা দেওয়ায় হাসান ও তার লোকজন শিক্ষক তারেক রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে।
অপরদিকে একইদিন উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামের দিনমজুর সাহিদুল শিকদারের ছাগল পাশের বাড়ির জসিম শিকদারের উঠানে যাওয়াকে কেন্দ্র করে সাহিদুলের স্ত্রী দুই সন্তানের জননী সুমি বেগমকে জসিম তার পরিবারের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আহত সুমি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনায় আহত দুজন পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, স্কুলশিক ও এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় পৃথক লিখিত অভিযোগ হয়েছে। উভয় ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১০ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১১ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৩ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩৩ মিনিট আগে